ভারতের বিপক্ষে অনিশ্চিত ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’
১ মে ২৫
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। যেখানে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে অজিরা। এই ম্যাচে ডেভিড ওয়ার্নারের খেলা নিয়ে শঙ্কা আছে।
মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন ওয়ার্নার। সেই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত লেগেছিল এই অভিজ্ঞ ওপেনারের। তবে তখন খুব একটা সমস্যা হয়নি তার।

মাথায় আঘাত পাওয়ার পরের দিন ঘড়ে ব্যাথা অনুভব করেন ওয়ার্নার। এরপর থেকে তাকে পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে তার চোট গুরুত্বর কিছু নয়। তারপরও প্রস্তুতি ম্যাচে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
ম্যাক্সওয়েল-ইংলিস-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়া ৪, ওয়েস্ট ইন্ডিজ ০
২৭ জুলাই ২৫
তাই ভারতের বিপক্ষেে বিশ্রামে থাকতে পারেন ওয়ার্নার। তবে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন ওয়ার্নার। আর বিশ্বকাপেও শুরু থেকেই একাদশে দেখা যাবে এই অভিজ্ঞ ওপেনারকে।
অ্যারন ফিঞ্চ বলেন, 'আমি মনে করি সে (ওয়ার্নার) প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত। মাথায় আঘাত লাগার দিন সে ঠিক ছিল তবে পরের দিন তার ঘাড়ে ব্যথা অনুভব করছিল।'
ঘাড়ে এখনও কিছুটা ব্যাথা অনুভব করছেন ওয়ার্নার। তাই তার জন্য অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। শতভাগ ফিট হয়ে ওঠার আগে তাকে ম্যাচ খেলিয়ে কোনো ঝুঁকি নিতে চান না অস্ট্রেলিয়া অধিনায়ক।
ওয়ার্নারের চোট প্রসঙ্গে ফিঞ্চ বলেন, 'যদি সে ফিট থাকে তাহলে সে খেলবে। যদিও সে এখনও কিছুটা ব্যথা অনুভব করছে তবে আমরা সতর্কতার দিক থেকে ভুল করব না।'