পাকিস্তান ম্যাচের একাদশ ঠিক করে ফেলেছেন রোহিত
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
ভারত-পাকিস্তানের মধ্যকার বৈরিতা বেশ পুরনো। রাজনৈতিক ময়দান থেকে তা আঁছড়ে পড়ে ক্রিকেট ময়দানে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দীর লড়াই। এই ম্যাচের জন্য ইতোমধ্যেই প্রস্তুতিও শুরু করেছে দুই দল। এমনকি এই ম্যাচের একাদশও ঠিক করে ফেলেছে ভারত।
ভারতের বিপক্ষে ম্যাচ মানেই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বাড়তি চাপ। অবশ্য একই কথা প্রযোজ্য তাদের চিরপ্রতিপক্ষ ভারতের ক্রিকেটারদের ক্ষেত্রেও। তবে বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানি যেন একটু বেশিই চাপে থাকে।

বিশ্বকাপে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অন্তত এমন কথাই বলে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র জয় ছাড়া ভারতের বিপক্ষে আর কোনো আইসিসি ইভেন্টে ম্যাচ জেতেনি পাকিস্তান। তাই বড় মঞ্চে পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও নির্ভার থাকে ভারত।
আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের এখনও সপ্তাহ খানেক বাকি। তবে ক্রিকেটারদের আগে থেকেই প্রস্তুত রাখতে এখনই একাদশ ঠিক করে রেখেছে টিম ম্যানেজমেন্ট, এমনটা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত বলেন,‘আমি শেষ মিনিটের সিদ্ধান্তে বিশ্বাস করি না। আমি ছেলেদের দল নির্বাচন নিয়ে আগেই বলে রাখতে চাই, যাতে করে তারা আগেভাগে প্রস্তুত হতে পারে। এরইমধ্যে আমি পাকিস্তান ম্যাচের একাদশ ঠিক করে ফেলেছি। সেই সব খেলোয়াড়কে সেটা জানানোও হয়েছে। শেষ মিন???টের ভাবনায় আমি বিশ্বাস করি না। আমি তাদের ভালোভাবে প্রস্তুত দেখতে চাই।’
আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই মখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আগামী ২৩ অক্টোবর হাইভোল্টেজ এই ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেউ গ্রাউন্ডে।