ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

ইতালি
সবশেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল ইতালি। নেট রান রেটে এগিয়ে থাকায় ২০ ওভারের বিশ্বকাপ খেলার খুব কাছেই ছিল তারা। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যেতো ইতালি। ডাচদের বিপক্ষে শেষ ম্যাচে হারলেও বিশ্বকাপ খেলা স্বপ্ন ধুলিসাৎ হয়নি তাদের।

promotional_ad

জার্সির চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় নেদারল্যান্ডসের সঙ্গে ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ইতালি। ক্রিকেটের যেকোন বিশ্বকাপে এবারই প্রথম খেলবে তারা। ইতিহাস গড়ে ১৫তম দল হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া বিশ্বকাপে খেলতে যাচ্ছে আজ্জুরিরা। আগামী আসর দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দল হিসেবে নাম লেখাতে যাচ্ছে ইতালি।


আরো পড়ুন

স্কটল্যান্ডকে বিদায় করে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখছে জার্সি

১৫ ঘন্টা আগে
জার্সি ক্রিকেট

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় জার্সি। পাঁচ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশা বাঁচিয়ে রাখা তারা। নেদারল্যান্ডস ও ইতালির ম্যাচে ডাচরা হারলেই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেতো জার্সি। সমীকরণ মিলিয়ে ইতালি হারলেও টিকিট পেতে পারতেন তারা। তবে জার্সির পক্ষে যায়নি কোন সমীকরণই। স্কটল্যান্ডকে হারিয়ে প্রবল সম্ভাবনা জাগালেও পয়েন্ট টেবিলের তিনে শেষ করতে হয়েছে তাদের।


promotional_ad

হেগে আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইতালি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন বেন মেনেন্টি। এ ছাড়া স্টেওয়ার্ট ২৫, হ্যারি মেনেন্টি ২৩ এবং অধিনায়ক জো বার্নস। ইতালি প্রত্যাশিত রান ‍তুলতে না জার্সির স্বপ্ন তখনো বেঁচে ছিল।


সমীকরণ অনুযায়ী, নেদারল্যান্ডস যদি ১৪.১ ওভারের মধ্যে জিতে যায় তাহলে ডাচদের সঙ্গে বিশ্বকাপ খেলবে জার্সি। এমনটা অবশ্য হতে দেয়নি আজ্জুরিরা। পাওয়ার প্লেতে নেদারল্যান্ডস বিনা উইকেটে ৬৬ রান তোলার পরও ১৪.১ ওভারে জিততে দেয়নি ইতালি। শেষ পর্যন্ত মিচেল লেভিটের ৩৪, ম্যাক্স ও;ডাউডের অপরাজিত ৪৭ এবং স্কট এডওয়ার্ডসের অপরাজিত ৩৭ রানে জিতে নেয় নেদারল্যান্ডস।


৯ উইকেটের বড় ব্যবধানে হারলেও নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলের দুইয়ে জায়গা করে নেয় ইতালি। ডাচদের সমীকরণ মেলাতে না দেয় ম্যাচ হারার পরও ইতালির নেট রান রেট ছিল +০.৬১২। শেষ ওভারের রোমাঞ্চে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের আশা জাগিয়ে রাখা জার্সির নেট রান রেট ছিল +.৩০৬। যার ফলে ইউরোপিয়ান অঞ্চল থেকে নেদারল্যান্ডসের সঙ্গে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পায় ইতালি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball