আইসিসির কাছে সময় চাইছে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘জাকের যে ক্যাচ মিস করেছে ওইটাই গেম চেঞ্জিং মোমেন্ট’

৫ ঘন্টা আগে
জাকের আলী অনিক, এসিসি

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতেই আয়োজন করার ব্যাপারে এখনও আশাবাদী বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া।


করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বকাপ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে মঙ্গলবারের আইসিসির সভায়। অবশ্য বিসিসিআই বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় চেয়ে নিতে চায় আইসিসির কাছ থেকে।


promotional_ad

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘বিষয়টি এখনো আলোচনাধীন। আমাদের প্রথম পছন্দ ভারত। এ কারণে আইসিসির কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, এক মাসের মতো, যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়।'


আরো পড়ুন

যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করল আইসিসি

২১ ঘন্টা আগে
দুবাইয়ে অবস্থিতি আইসিসির সদরদপ্তর, ফাইল ফটো

আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে নিয়ে যেতে সম্মত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না বিসিসিআই। বিশ্বকাপের যেহেতু চারমাস বাকি তাই আশা হারাচ্ছে না সৌরভ গাঙ্গুলির বোর্ড।


ভারতের করোনা পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে। তাই জুন বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ভারতের করোনা পরস্থিতি স্বাভাবিক হলে বিশ্বকাপ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। না হলে সরিয়ে নেয়া হবে সংযুক্ত আরব আমিরাতে।


শুক্লা বলেছেন, 'জুন বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে যদি ভারতের অবস্থা ভালো না হয়, তখন অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হবে। যদি ভারতে পরিস্থিতির উন্নতি হয় এবং আমরা যদি পারি, তাহলে ভারতেই বিশ্বকাপ আয়োজন করব।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball