রংপুর, ব্রিসবেন হয়ে লাহোর মাতাতে প্রস্তুত ম্যাককালাম

ছবি:

পাকিস্তান সুপার লীগের (পিএসএল) প্রথম দুই আসরের একবারও শেষ চারে জায়গা করে নিতে পারেনি লাহোর কালান্দার্স। দলে একাধিক তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও প্লে-অফের টিকিট পেতে দুবারই ব্যর্থ হয় দলটি।
তবে আসন্ন আসরে শিরোপা ঘরে তুলতে মরিয়া দলটি। এমনটাই জানিয়েছেন লাহোরের দলপতি কিউই সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তৃতীয় আসরে দলকে ভালো কিছু দিতে চান তিনি।
পিএসএলের তৃতীয় আসর শুরু হতে আর বাকি মাত্র ৩ দিন। প্রথম ম্যাচে মাঠে নামার আগে ম্যাককালাম জানিয়েছেন, নিজের স্বাভাবিক খেলাটাই খেলতে চান তিনি। ভয়ডরহীন ক্রিকেট খেলে দলকে ভালো কিছু দেয়াই তার লক্ষ্য।
পাকিস্তানের দৈনিক পত্রিকা ডনকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি। ম্যাককালাম বলেন, 'আমরা আসন্ন মৌসুমে নিঃস্বার্থভাবে ক্রিকেট খেলতে চাই। ভয়ডরহীন ভাবে খেললে জয় আসবেই।

আশা করছি, আসন্ন মৌসুমে আমরা আমাদের সমর্থকদের মুখে হাসি এনে দিতে পারবো। নিজেদের সেরাটা দিয়ে খেলাই আমাদের প্রধান লক্ষ্য। সর্বোচ্চ চেস্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।'
এদিকে আগের দুই আসরের ব্যর্থতা ভুলে আসন্ন মৌসুমে ভালো করার ব্যাপারে আশাবাদী ম্যাককালাম। এছাড়াও দলে নতুন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার যোগ হওয়ায় তাদের নিয়েও আশাবাদী এই কিউই ব্যাটসম্যান।তিনি আরও বলেন,
'আসন্ন মৌসুমের জন্য বেশ কয়েকজন ভালো ক্রিকেটারকে আমরা দলে ভিড়িয়েছি। আশা করছি বিগত কয়েক বছরের ব্যর্থতা ভুলে এই বছর আমরা সাড়া বিশ্বের লাহোর সমর্থকদের ঘুরে দাঁড়াবো।'
পিএসএলের আগে বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে খেলে এসেছেন নিউজিল্যান্ডে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই সাবেক কাপ্তান। তবে এই মৌসুমে বড় সাফল্য পেয়েছেন বাংলাদেশে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। মাশরাফির অধীনে খেলে বিপিএল শিরোপা জিতেছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম।