দক্ষিণ আফ্রিকায় ভারতের জয়রথ চলছেই

ছবি:

দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের জয়রথ চলছেই। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে রবিবার স্বাগতিকদের ২৮ রানে হারিয়েছে ভিরাট কোহলির দল। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে এখন সফরকারীরা।
এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া দলপতি জেপি ডুমিনি। ডুমিনির আমন্ত্রণে ব্যাট করতে নেমে দলীয় ৫০ রানের আগেই ওপেনার রহিত শর্মা এবং তিন নম্বরে নামা সুরেশ রায়নাকে হারিয়ে বসে ভারত।
তবে আরেকপ্রান্তে টিকে থাকা ওপেনার শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন অধিনায়ক কোহলি। কোহলি পরবর্তীতে ২৬ রান করে ফিরলেও ধাওয়ান তুলে নেন ফিফটি।

৩৯ বলে ৭২ রান করে ধাওয়ান দলীয় ১৫৫ রানের সময় বিদায় নিলেও মানিশ পান্ডে, উইকেট রক্ষক ধোনি এবং হার্দিক পান্ডেয়ার ব্যাটে ভর করে ২০০'র উপর পুঁজি পায় ভারত।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান করে ভারত। সফরকারীদের হয়ে জুনিয়র ডালা নেন সর্বোচ্চ ২টি উইকেট। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫০'র আগেই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।
তবে ওপেনার রিজা হেনরিক্স এবং ফারহান বেহারদিয়েনের দৃঢ়তায় রানের চাকা সচল রাখে ডুমিনির দল। দলীয় ১৫৪ রানের হেনরিক্স ৭০ এবং বেহারদিয়েন ৩৯ রান করে ফিরলে আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
শেষের দিকে ভারতের পেসার ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৭৫ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ২৪ রান দিয়ে একাই নেন ৫ উইকেট।