সৌম্যতে জুটির ফাটল

ছবি:

শ্রীলঙ্কাঃ ৯৯/০, মেন্ডিস ৫০*, থিসারা ১*
ওভারঃ ১১.১
উড়ছে শ্রীলঙ্কাঃ
সিলেটে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে টাইগার বোলারদের ভোগাচ্ছে দুই লঙ্কান ওপেনার মেন্ডিস ও গুনাথিলাকা। ব্যাটিং পাওয়ারপ্লের প্রথম ছয় ওভারেই ৬৩ রান তুলেছে সফরকারীরা।
বাংলাদেশি ফিল্ডারদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে হাত খুলে ব্যাট করে যান মেন্ডিস ও গুনাথিলাকা। ওভার প্রতি বাউন্ডারি খুঁজে নিয়ে বড় পুঁজির ইঙ্গিত দেয় দুই লঙ্কান ওপেনার।

মেন্ডিসের ফিফটিঃ
দুই ওপেনারদের মধ্যে এগিয়ে ছিলেন গত ম্যাচে ফিফটি করা মেন্ডিস। ১৭৫ স্ট্রাইক রেটে রান তুলছিলেন তিনি। ইনিংসের দশম ওভারে এসে ২৯ বলে টানা দ্বিতীয় ফিফটি স্পর্শ করেন মেন্ডিস।
সৌম্যতে জুটির ভাঙ্গনঃ
ম্যাচে ফিরতে ওপেনিং জুটি ভাঙ্গা আবশ্যক হয়ে পড়েছিল। ইনিংসের ১১তম ওভারে উইকেট আশায় সৌম্যকে বোলিংয়ে এনে জুয়া খেলেন মাহমুদুল্লাহ। জুয়াতে জিতেও যান তিনি। ফিফটির পথে এগোতে থাকা আরেক ওপেনার গুনাথিলাকাকে লং অনের ক্যাচ বানিয়ে ছাড়েন সৌম্য।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি হাসান, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন।
শ্রীলঙ্কা একাদশ-
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (উইকেটরক্ষক ও অধিনায়ক), জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, দাশুন শানাকা, আমিলা আপনসো, আকিলা ধনঞ্জয়া, শিহান মাদুশাংকা, ইসুরু উদানা।