হারের কারণ ব্যাখ্যায় অধিনায়ক রিয়াদ

ছবি:

দলীয় ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হেরে গিয়েছে টাইগাররা। টেস্ট সিরিজ হারার পাশাপাশি র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে আসার সুযোগটিও হাতছাড়া করেছে রিয়াদ বাহিনী।
সিরিজের প্রথম টেস্টে ব্যাকফুটে থেকে পঞ্চম দিন দাপটের সাথে খেলে ড্র করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ দল। সেই ড্র'ই আত্মবিশ্বাস যুগিয়েছিল টাইগার শিবিরে।প্রথম টেস্ট থেকে পাওয়া আত্মবিশ্বাস এবং পজিটিভ মানসিকতা নিয়েই ঢাকা টেস্টে খেলতে নেমেছিল স্বাগতিকরা।
কিন্তু ঢাকা টেস্টে শেষ পর্যন্ত জেতা হয়নি রিয়াদ বাহিনীর।পুরো টেস্টেই লঙ্কানরা দাপট দেখিয়েছে। দুই ইনিংসেই টাইগাররা অল আউট হয়েছে দেড়শোর নিচে। এছাড়াও বল হাতে পুরোপুরি ভাবে জ্বলে উঠতে পারেননি বোলাররা।

তাই সব মিলিয়ে ইতিবাচক থাকার পরও পরাজিত দল হিসেবে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে আসা টাইগার দলপতি আরও জানালেন,
তারা ঢাকা টেস্টে জয়ের ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারনেনি তারা, যেকারণে ম্যাচের ফলাফল তাদের দিকে যায়নি।
রিয়াদ বলেন, 'আমার মনে হয় প্রথম টেস্টের কথা ধরলে ওরা বেশ সুবিধাজনক অবস্থায় ছিল। এবং ওরা বিশ্বাস করেছিল ওরা জিতে যাবে। কিন্তু আমাদের তখন বিশ্বাস ছিল আমরা এই ম্যাচটা জিততে না পারি, অন্তত ড্র করতে পারব।
আমরা সেটা পেরেছি। ওই আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছি। আমরা জানতাম এখানে রেজাল্ট হবে, স্পিন উইকেট হবে। আমার বিশ্বাস আমাদের সামর্থ্য আছে, শো করতে পারিনি। স্কিলটা দেখাতে পারিনি। যেদিন স্কিলটা শো করতে পারবেন, ভালো ফল দেখবেন।'