'ভারি ড্রেসিংরুম'ই অনুপ্রেরণা দিচ্ছে বিজয়কে

promotional_ad

দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। ফিরে এসে অভিজ্ঞতায় পূর্ণ এক ড্রেসিংরুম পেয়েছেন তিনি। এই তিন বছর ক্রিকেট বিশ্বে নিজেদের নতুন ভাবে চিনিয়েছে বাংলাদেশ দল। এই সময়টাতে ব্যক্তিগত কীর্তিতে দলের অভিজ্ঞ খেলোয়াড়রা নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।


আর, অভিজ্ঞদের সঙ্গে মুস্তাফিজ-মিরাজরা সমানতালে পারফর্ম করে যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে। পারফর্মারে ভরপুর ড্রেসিংরুম দেখে অনুপ্রাণিত বিজয়। এই ড্রেসিংরুমে নিজেকে মানিয়ে নিতে বাড়তি কিছু করার তাড়না অনুভব করছেন বাংলাদেশ দলের এই ওপেনার।


promotional_ad

এই প্রসঙ্গে বিজয় বলেন, ‘ড্রেসিংরুমে থাকলে আলাদা একটা ভাললাগা কাজ করে। সব ফরম্যাট মিলে তামিম ভাইয়ের ১১ হাজার রান, সাকিব ভাইয়ের ১০ হাজার, মুশফিক ভাইয়ের ৩০০ ম্যাচ। মাশরাফী ভাইয়ের মতো নেতৃত্ব, রিয়াদ ভাইয়ের মতো দারুণ ফাইটার, মোস্তাফিজের মতো এ রকম একজন খেলোয়াড়; খুব ভারী ড্রেসিরংরুম হয়ে গেছে আগের থেকে। মনে হয় এ ড্রেসিংরুমে থাকতে হলে নিজেকে বাড়তি কিছু করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। এই মনে হওয়াটা অনেক বড় বিষয়। এই পরিবর্তনটা চোখে লাগার মতো। ড্রেসিংরুমটা অসাধারণ এখন।’


বাংলাদেশ এখন একজন দুজনের দল নয়। পারফর্ম করছে পুরো দল। বিজয় নিজেও দলের হয়ে ব্যাট হাতে অবদান রাখার চেষ্টা করছেন। গত দুই ম্যাচেই একশ’র উপরে স্ট্রাইকরেট তার। অবশ্য ইনিংস বড় করতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ বলে ১৯ আর শ্রীলঙ্কার সঙ্গে ৩৫ বলে ৩৭। তিন বছর পর দলে ফিরে যে স্বাধীনতা নিয়ে খেলছেন, এটাকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। 


বিজয়ের ভাষ্যমতে, ‘প্রতিনিয়ত সবাই চেষ্টা করছে উন্নতি করার। চেষ্টা করছে বাংলাদেশেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে। ক্রিকেটর প্রতি সবার ভালবাসা, মানসিকতা, দারুণ সম্ভাবনা সৃষ্টি করছে। সবাই দল হিসেবে খেলছে। দলে দারুণ দারুণ খেলোয়াড় আছে। যারা এক হাতে দলকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারে। সবাই স্বাধীনতা নিয়ে খেলছে, মনের মতো করে খেলছে। যে জিনিসটা খুব গুরুত্বপূর্ন ছিল।’


উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর, বাংলাদেশের সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে কে ১৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে টাইগাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball