দেশে ফিরেই অনুশীলনে মাশরাফী

ছবি:

আসন্ন শ্রীলংকা সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে টাইগার খেলোয়াড়রা প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন ডিসেম্বরের ২৭ তারিখ থেকে। ক্যাম্প শুরু হলেও দলের সঙ্গে ছিলেন না ওয়ানডে দলপতি মাশরাফী বিন মর্তোজা।
মাশরাফী ছাড়াও শুরু থেকে ক্যাম্পের সঙ্গে যোগ দেননি জাতীয় দলের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং ইমরুল কায়েস। তবে ওমরা পালন শেষে গত বছরের শেষে ক্যাম্পে যোগ দেন এই দুই ক্রিকেটার।
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের ৩১জনই এতোদিন অনুশীলন চালিয়ে গিয়েছেন। শুধু দলের সঙ্গে ক্যাম্পে ছিলেন না টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফী। আগেই জানা গিয়েছিল ক্যাম্প শুরুর আগেই ২৫শে ডিসেম্বর পরিবারের সঙ্গে থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি।

মূলত মেয়ে (হুমায়রার) চোখের চিকিৎসা করাতেই সেখানে গিয়েছিলেন এই টাইগার কাপ্তান। মেয়ের চোখের চিকিৎসা শেষে ১ তারিখ দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি গিয়েছিলেন বিসিবি সভাপতির অফিসে।
সব ঝামেলা শেষ করে আজ মঙ্গলবার টাইগার কাপ্তান যোগ দিয়েছেন টাইগারদের ক্যাম্পে। ক্যাম্পে যোগ দেয়ার পর নেটে বোলিং করে নিজেকে ঝালাইও করে নিয়েছেন এই ডানহাতি পেসার।