সব ফরম্যাটের ক্রিকেট থেকে পূজারার বিদায়

ছবি: চেতেশ্বর পূজারা, ফাইল ফটো

দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পূজারা খেলেছেন ১০৩টি টেস্ট ও পাঁচটি ওয়ানডে। ওয়ানডে ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ কম পেলেও লাল বলের ক্রিকেটে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। ৪৩.৬০ গড় নিয়ে পূজারা করেছেন সাত হাজার ১৯৫ টেস্ট রান। বেশীরভাগ সময়েই তিন নম্বরে নামেন তিনি।
কোচিংয়ের সুযোগ পেলে লুফে নিতে চান পূজারা
১০ ঘন্টা আগে
পূজারা লিখেন, 'ভারতের জার্সি পরে মাঠে নামা, জাতীয় সংগীত গাওয়া আর প্রতিবার নিজের সেরাটা দেয়ার চেষ্টা করা- এসব অভিজ্ঞতা ভাষায় বোঝানো কঠিন। তবে যেমনটা বলা হয়, সব ভালো কিছুরই একটা শেষ আছে। আমি কৃতজ্ঞতার সাথে ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।'

ভারতের হয়ে পূজারার পথচলা শুরু হয় ২০১০ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্ট দিয়ে। এরপর এক যুগের বেশি সময় ভারতের টেস্ট ব্যাটিংয়ের মূল স্তম্ভ ছিলেন তিনি। বিশেষ করে বিদেশের মাটিতে, কঠিন কন্ডিশনে পূজারার ধৈর্য আর টেকনিক ভারতকে অনেক সিরিজে এগিয়ে দিয়েছে।
৩ ধাপে সুস্থ হয়ে ভারত দলে ফিরলেন সূর্যকুমার
২৭ আগস্ট ২৫
২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে এবং ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূজারার অবদান ছিল গুরুত্বপূর্ণ। রাহুল দ্রাবিড়ের জায়গায় তিন নম্বর পজিশনে নামা এই ব্যাটার ধীরে ধীরে নিজেই হয়ে ওঠেন ভারতের ‘নতুন দ্রাবিড়’। যদিও সীমিত ওভারের ক্রিকেটে তার সুযোগ খুব বেশি হয়নি।
প্রথম শ্রেণির ক্রিকেটে পূজারার যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ডিসেম্বরে, সৌরাষ্ট্রের হয়ে। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমেও তিনি রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন।