পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা

আন্তর্জাতিক
পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা
ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রাজনৈতিক টানাপোড়নের কারণে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের সেমিফাইনাল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত চ্যাম্পিয়ন্স। এই ম্যাচটি বৃহস্পতিবার বার্মিংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফলে পাকিস্তান চ্যাম্পিয়ন্স সরাসরি ফাইনালে উঠে গেছে এবং সেখানে তারা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ও সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে। এর আগে গ্রুপ পর্বেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছিল ভারত।

ভারত চ্যাম্পিয়ন্সের হয়ে এই টুর্নামেন্টে খেলছেন যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, পীযূষ চাওলা, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পার মতো তারকারা। গ্রুপ পর্বের ম্যাচটি স্থগিত হওয়ার পর দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়েছিল।

যদিও সেমিফাইনাল না খেলার সিদ্ধান্তের কারণে পাকিস্তান চ্যাম্পিয়নসই ফাইনালে উঠেছে, কারণ তারা গ্রুপ পর্বে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। ভারত চ্যাম্পিয়নস চতুর্থ স্থানে ছিল মাত্র ৩ পয়েন্ট নিয়ে। এ কারণেই পয়েন্টে এগিয়ে থাকা পাকিস্তান ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ও তার পরবর্তী সামরিক সংঘর্ষের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয়। লম্বা সময় ধরে রাজনৈতিক কারণে এই দুই দল আর দ্বিপাক্ষিক সিরিজ খেলে না।

এবার এই দুই দেশের সামরিক উত্তেজনা ক্রিকেট মাঠেও বিভেদ সৃষ্টি করেছে। আগামী ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে তারা মুখোমুখি হবে। এরপর কলম্বোতে নারী বিশ্বকাপেও তাদের একে অপরের বিপক্ষে খেলতে দেখা যাবে।

আরো পড়ুন: চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস