শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের

আন্তর্জাতিক
শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিবেন রুট, বিশ্বাস পোপের
জো রুট (বামে) ও শচিন টেন্ডুলকার (ডানে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের বিপক্ষে চলমান ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ক্যারিয়ারের ৩৮তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন জো রুট। ১৭৮ বলে ১৫০ রানের এই ইনিংসটি তাকে নিয়ে গেছে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারদের কাতারে। আগের টেস্টে লর্ডসে করেছিলেন ১০৪ রান। ম্যানচেস্টারে সেই ধারাবাহিকতাই বজায় রাখলেন সাবেক ইংলিশ অধিনায়ক।

এই শতকের মাধ্যমে রুট উঠে এসেছেন টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে। তার চেয়ে এগিয়ে আছেন কেবল রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং শচীন টেন্ডুলকার (৫১)। বর্তমানে তিনি আছেন কুমার সাঙ্গাকারার পাশাপাশি। একই সঙ্গে এটি ভারতের বিপক্ষে তার দ্বাদশ সেঞ্চুরি, যা একটি দেশের বিপক্ষে সবচেয়ে বেশি শতক হাঁকানোর তালিকায় তৃতীয় সর্বোচ্চ।

সতীর্থ ওলি পোপ রুটের সেঞ্চুরির প্রশংসা করে বলেন, 'টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে খেলতে সে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসে। তাই তার শরীর যদি অনুমতি দেয়... নিশ্চিতভাবে সে চেষ্টা করবে শীর্ষে পৌঁছাতে (সবচেয়ে বেশি সেঞ্চুরি)।

'তবে আমার মনে হয়, সে আসলে যতদিন পারা যায় খেলতে চায়। টেস্ট ক্রিকেটে এখনও ওর যে আগ্রহ, খেলার সময় মুখে সবসময় একটা বড় হাসি লেগে থাকে। এখনও যেভাবে ক্ষুধা নিয়ে খেলছে, আমি অবাক হব না যদি শচিনকে (টেন্ডুলকার) ধরেও ফেলে।'

এই ইনিংসে রুট আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন। রাহুল দ্রাবিড়, ক্যালিস ও পন্টিংকে পেছনে ফেলে হয়েছেন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৮৬ ইনিংসে তার রান এখন ১৩ হাজারের বেশি। তার সামনে কেবল একজনই— শচীন টেন্ডুলকার (১৫,৯২১)।

ভারতের বিপক্ষে রুটের ১২টি টেস্ট সেঞ্চুরি এখন এককভাবে শীর্ষে। তার ঠিক পরেই রয়েছেন স্টিভ স্মিথ (১১), এরপর পন্টিং, ভিভ রিচার্ডস ও গ্যারি সোবার্স (৮টি করে)। একটি নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি শতক হাঁকানোর তালিকায় তার ওপরে কেবল গাভাস্কার (১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ) ও ব্র্যাডম্যান (১৯ বনাম ইংল্যান্ড)।

রুটের অর্জন নিয়ে পোপ আরও বলেন, 'রুট কখনও রেকর্ড বা মাইলফলক নিয়ে খুব একটা মাথা ঘামায় না, তবে এইটা সত্যিই অসাধারণ। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া নিঃসন্দেহে দারুণ একটা অর্জন। আমি নিশ্চিত, সে সংখ্যাটা জানত; তবে সে এমন কেউ না যে এসব নিয়ে খুব ঢাকঢোল পেটায়। আশা করি আমরা জিততে পারব এবং সেই পরিস্থিতিতে পৌঁছাতে পারলে জয়টাই ওর কাছে সবচেয়ে বড় আনন্দ হবে।'

ওল্ড ট্র্যাফোর্ডেও এই ইনিংসে রুট গড়েছেন আরেকটি রেকর্ড। এই মাঠে টেস্টে ১ হাজার রান করা প্রথম ব্যাটার এখন তিনি। এই মাঠে তার ইনিংস সংখ্যা মাত্র ২০। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে রুটের সেঞ্চুরি এখন ৫৬টি, যা তাকে সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় ষষ্ঠ স্থানে নিয়ে গেছে। তার সামনে এখন কেবল ক্যালিস (৬২), সাঙ্গাকারা (৬৩), পন্টিং (৭১), কোহলি (৮২) এবং টেন্ডুলকার (১০০)।

আরো পড়ুন: শচিন টেন্ডুলকার