আর্শদীপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার

আন্তর্জাতিক
আর্শদিপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার
আনশুল কাম্বোজের উইকেট উদযাপন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় দলে যুক্ত হলেন ফাস্ট বোলার আনশুল কাম্বোজ। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এর আগে অনুশীলনের সময় বল থামাতে গিয়ে হাত কেটে চোট পান আর্শদীপ সিং। তার জায়গায় অস্থায়ী বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে কাম্বোজকে।

কাম্বোজ এর আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুটি আনঅফিশিয়াল টেস্ট খেলেছেন। সেখানে তিনি মোট পাঁচটি উইকেট নেন এবং দ্বিতীয় ম্যাচে একটি হাফ সেঞ্চুরিও করেন। এই পারফরম্যান্সের পর তাকে মূল দলের জন্য বিবেচনায় আনা হয়।

২০২৫ সালের আইপিএলে কাম্বোজ খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ৩.৪০ কোটি টাকায় কেনা এই পেসার আট ম্যাচে নিয়েছেন আট উইকেট। তার বোলিং গড় ছিল ২১.৫০ এবং ইকোনমি ছিল ওভারপ্রতি আট রান ।

রঞ্জি ট্রফিতে একটি অসাধারণ রেকর্ড রয়েছে কাম্বোজের। ২০২৪-২৫ মৌসুমে কেরালার বিপক্ষে তিনি এক ইনিংসে সব ১০টি উইকেট নেন। তার বোলিং ফিগার ছিল ৩০.১ ওভারে ৪৯ রানে ১০ উইকেট। রঞ্জির ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার ঘটেছে।

তার আগে এই কীর্তি গড়েছিলেন বাংলার প্রেমাংশু চ্যাটার্জি (১০/২০) এবং রাজস্থানের প্রদীপ সুন্দরম (১০/৭৮)। কেরালা ওই ম্যাচে অলআউট হয়ে যায় ২৯১ রানে। এই পারফরম্যান্সই কাম্বোজকে আলোচনায় নিয়ে আসে।

প্রথম শ্রেণির ক্রিকেটে কাম্বোজের রয়েছে ৭৯ উইকেট, গড় ২২.৮৮ ও ইকোনমি ৩.১০। এ ছাড়া লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৭৪টি উইকেট রয়েছে তার নামের পাশে।

আরো পড়ুন: আর্শদীপ সিং