ব্রুকের সেঞ্চুরি মিসের দিনে বুমরাহর ৫ উইকেট, ভারতের লিড

আন্তর্জাতিক
ব্রুকের সেঞ্চুরি মিসের ম্যাচে বুমরাহর ৫ উইকেট, ভারতের লিড
এক রানের জন্য হ্যারি ব্রুক সেঞ্চুরি করতে পারেননি, বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
লিডসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হ্যারি ব্রুক। তার সেঞ্চুরি মিসের দিনে ভারতের করা ৪৭১ রানের জবাবে ৪৬৫ রান করে ইংল্যান্ড। ছয় রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিন শেষ করেছে দুই উইকেটে ৯০ রান নিয়ে। সফরকারীদের লিড ৯৬ রানের।

তিন উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ভারতীয় পেসার বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছিলেন না ইংলিশরা। বুমরাহ একাই নেন পাঁচ উইকেট। বাকি পাঁচ উইকেটও নেন পেসাররা। তিনটি প্রসিদ কৃষ্ণা ও দুটি নেন মোহাম্মদ সিরাজ।

আগের দিনের সেঞ্চুরির সঙ্গে ছয় রান যোগ করে ১০৬ রানে আউট হন অলি পোপ। প্রসিধের বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন পোপ। তারপর ৫১ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক এবং বেন স্টোকস।

সিরাজের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক পান্তকে ক্যাচ দিয়ে বিদায় দেয়ার আগে স্টোকস করেন ৫২ বলে ২০ রান। তারপর ব্রুকের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন জেমি স্মিথ। ৫২ বলে ৪০ রান করা স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রসিধ।

তারপর ক্রিস ওকসের সঙ্গে ব্রুক গড়েন ৪৯ রানের জুটি। ব্রুক ৯৯ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। প্রসিধের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শার্দুল ঠাকুরকে ক্যাচ দেন ব্রুক। তার ইনিংসের ছিল ১১টি চার ও দুটি ছক্কার মার।

এরপর ব্রাইডন কার্সের সঙ্গে ওকসের ৫৫ রানের জুটি গড়েন ওকস। মূলত ওকসের ৩৮, কার্সের ২২ রানের কল্যাণে ভারতের প্রথম ইনিংসের রানের কাছাকাছি যায় ইংল্যান্ড। এই দুই ব্যাটার এবং ১১ রান করা জস টাংকে বোল্ড করেন ভারতের পেসাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত প্রথম উইকেট হারায় ১৬ রানে। ইয়াশভি জয়সাওয়াল চার রান করে কার্সের বলে উকেতের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান।

তারপর ৬৬ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। প্রথম ইনিংসে শুন্য রান করা সাই সুদর্শন আউট হন ৩০ রান করে। স্টোকসের শিকার হন তিনি। লোকেশ রাহুল ব্যাটিং করছেন ৪৬ রানে, সঙ্গী গিল ছয় রানে।

আরো পড়ুন: ইংল্যান্ড