চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ওয়ানডে ছাড়বেন রোহিত, ভেবেছিল বিসিসিআই

আন্তর্জাতিক
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ওয়ানডে ছাড়বেন রোহিত, ভেবেছিল বিসিসিআই
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২০ ওভারের ক্রিকেট ছেড়ে দিয়েছিলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছাড়তে পারেন ওয়ানডে ক্রিকেটও। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এমন গুঞ্জন উঠলেও শিরোপা জিতে রোহিত নিজেই নিশ্চিত করেন তিনি ৫০ ওভারের ক্রিকেট ছাড়ছেন না। তবে চলতি বছরে দুবাই ও পাকিস্তানে হওয়া টুর্নামেন্ট শেষে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেবেন রোহিত—এমনটা ভেবে রেখেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন রোহিত। তবে সেঞ্চুরির পরের পাঁচ ম্যাচে ডানহাতি ব্যাটার খেলেছিলেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। তবুও পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়েই সামনে এসেছে রোহিতের অবসর প্রসঙ্গ। ধারণা করা হচ্ছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতেই ওয়ানডে থেকে অবসরে যাবেন রোহিত। টুর্নামেন্ট শেষে অবশ্য তেমন কিছু ঘটেনি।

বরং ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে রোহিত জানিয়ে দেন, এখনই ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তবে কী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার কথা ভাবছেন রোহিত? যদিও সেটা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তখন। ভারতের ওয়ানডে অধিনায়কের বর্তমান বয়স ৩৮ বছর।

আগামী ২০২৭ সালে যখন সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় বিশ্বকাপ হবে তখন ডানহাতি ব্যাটারের বয়স হবে ৪০ বছর। সাম্প্রতিক ফর্ম ও বয়সের বিবেচনায় রোহিতের পরের ওয়ানডে বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্ষীণই চলে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিসিসিআইয়ের কর্মকর্তারা ভেবেছিলেন শিরোপা জিতেই ৫০ ওভারের ক্রিকেট ছাড়বেন রোহিত।

যদিও ভারতীয় অধিনায়কের সঙ্গে এসব নিয়ে এখনো তাদের কোনো আলাপ হয়নি। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের ওই সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘সত্যি বলতে, আমাদের অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিত ওয়ানডে ক্রিকেট থেকে সরে যেতে চান। তবে ওয়ানডেতে তাঁর ভবিষ্যত কী হবে সেটা নিয়ে রোহিতের সঙ্গে নির্বাচকদের কোনো আলাপ হয়নি।’

ওয়ানডে থেকে অবসর না নিলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরের সময় টেস্ট ক্রিকেট ছেড়ে দেন রোহিত। ৫০ ওভারের ক্রিকেট কতদিন চালিয়ে যাবেন সেটার অবশ্য নিশ্চয়তা নেই। টি-টোয়েন্টি থেকেও অবসর নেয়ায় আগামী আগষ্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে রোহিতকে। তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত।

আরো পড়ুন: রোহিত শর্মা