promotional_ad

৮ ছক্কায় ১৬ বলে হাফ সেঞ্চুরি করে ডি ভিলিয়ার্সের পাশে ফোর্ড

আয়ারল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন ম্যাথু ফোর্ড
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথু ফোর্ডের কাজটা বোলিংয়ে। ক্যারিবীয়দের জার্সিতে ৯ ওয়ানডেতে ১৬ উইকেট নেয়া ফোর্ড তাই ব্যাটিংয়ে মেরেছেন পাঁচটি ছক্কা। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ফোর্ড এক ম্যাচেই মারলেন ৮ ছক্কা। পাশাপাশি মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করে নাম লেখালেন ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান হিসেবে। ফোর্ডের সঙ্গে সমান বল খেলে হাফ সেঞ্চুরি করার কীর্তি আছে কেবল এবি ডি ভিলিয়ার্সের।

promotional_ad

কেসি কার্টির সেঞ্চুরির সঙ্গে বড় পুঁজির পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে ব্যাটিং করতে এসে রীতিমতো তাণ্ডব চালিয়ে ক্যারিবীয়দের রান নিয়ে যান তিনশ ছাড়িয়ে ফোর্ড। নিজের খেলা দ্বিতীয় বলেই ব্যারি ম্যাকার্থিকে ছক্কা মেরেছিলেন তিনি। পরবর্তীতে জশুয়া লিটলকে এক ওভারে মেরেছেন চারটি ছক্কা। থমাস মায়েসকে পরপর দুই বলে স্কুপ করে মেরেছেন ছক্কা ও চার।


আরো পড়ুন

‘বাংলাদেশ নক আউটে যাওয়ার মতো দল না’, বলছেন ভিলিয়ার্স

১৫ ফেব্রুয়ারি ২৫
ভিলিয়ার্স ও বাংলাদেশ দল

একটা সময় ১৩ বলে ৪২ রানে ব্যাটিং করছিলেন ডানহাতি এই ব্যাটার। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ বলে হাফ সেঞ্চুরি করা ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙার সুযোগ ছিল ফোর্ডের সামনে। এমন সময় ব্যারি ম্যাকার্থির বলে র‌্যাম্প শট খেলতে গিয়ে মিস করেন তিনি। পরের দুই বলে অবশ্য লং অফ ও কভারের উপর দিয়ে ছক্কা মেরে মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেন ফোর্ড।


promotional_ad



সাউথ আফ্রিকার ডি ভিলিয়ার্সের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান এখন ক্যারিবীয় এই ব্যাটার। সবমিলিয়ে ৮ ছক্কা ও ২ চারে ১৯ বলে ৫৮ রান করেছেন তিনি। ফোর্ডের ৫৮ রানের ৯৬.৫৫ শতাংশই এসেছে বাউন্ডারি থেকে। ওয়ানডে ক্রিকেট পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন এমন তালিকায় সবার উপরে তিনি।


এর আগে ২০০৯ সালে বাংলাদেশেরে বিপক্ষে ৫২ রানের ইনিংসে ৫০ রানই বাউন্ডারি থেকে করেছিলেন আন্দ্রে ফ্লেচার। সেদিন ডানহাতি ব্যাটারের ৯৬.১৫ শতাংশ রান এসেছিল বাউন্ডারি থেকে। ফোর্ডের ঝড়ো ব্যাটিংয়ের দিনে সেঞ্চুরি পেয়েছেন কার্টি। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ৩৫২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball