লক্ষ্ণৌতে জহির খানের জায়গা নিচ্ছেন ভারতের সাবেক বোলিং কোচ

ছবি: ফাইল ছবি

আইপিএলের সবশেষ আসরে দল হিসেবে ভালো করতে পারেনি লক্ষ্ণৌ। ১৪ ম্যাচের মাত্র ছয়টিতে জিতে পয়েন্ট টেবিলের সাতে থেকে শেষ করেছে তারা। যতটুকু জানা গেছে, এক বছরের চুক্তিতে লক্ষ্ণৌতে মেন্টর হিসেবে যোগ দিলেও তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবে না ফ্র্যাঞ্চাইজিটি। যার ফলে আইপিএলের আগামী মৌসুমের আগে নতুন বোলিং কোচ নিতে হচ্ছে লক্ষ্ণৌকে।
মেন্টরের চাকরি হারাতে পারেন জহির খান
৫ জুন ২৫
এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিন্ন হচ্ছে ভরত অরুণের। শুরুতে তিন বছরের জন্য কলকাতার বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে সবশেষ মৌসুমের আগে আরও এক বছর থাকার জন্য অনুরোধ করা হয় তাকে। গত আসরে আটে থেকে শেষ করেছে কলকাতা।

পান্তের সামর্থ্য নিয়ে কখনই সন্দেহ ছিল না: জহির
২৮ মে ২৫
ভরত অরুণের পাশাপাশি কলকাতার প্রধান কোচের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছে তারা। কলকাতাকে আইপিএল জেতানো চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে নতুন কোচ খুঁজছে ফ্র্যাঞ্চাইজিটি। লক্ষ্ণৌতে যোগ দিয়ে আইপিএলে কাজ করার পাশাপাশি বছরজুড়ে ব্যস্ত থাকবেন ভরত অরুণ।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি লম্বা সময় ভারতের জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। প্রথমবার ২০১৪-১৫ সালে কাজ করেছেন ৬২ বছর বয়সি বোলিং কোচ। ভারতের চাকরি ছেড়ে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচিং স্টাফে ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত জাতীয় দলে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের নিয়ে কাজ করেছেন।