২ দিন আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

টপ এন্ড সিরিজের ফটোশ্যুট
আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়ার ডারউইনে বসবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে জাতীয় দল নয়, 'এ' দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেবেন অমিত হাসান-নাইম শেখরা।

promotional_ad

অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে সর্বশেষ আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। এইচপি দলের ক্রিকেটাদের অংশগ্রহণে সেবার রানার্স আপ হয় বাংলাদেশ। এবার জানা গেছে আসন্ন এই টুর্নামেন্টটিতে অংশ নিতে ৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিমান ধরবে এ দল। এর আগে ৯ আগস্ট বিমানে ওঠার কথা ছিল নুরুল হাসান সোহান, নাইম শেখদের।


আরো পড়ুন

লিচই ইংল্যান্ডের সেরা স্পিনার, বিশ্বাস লায়নের

৫৯ মিনিট আগে
জ্যাক লিচ ও নাথান লায়ন

যদিও বিমানযাত্রা দুই দিন এগিয়ে আনায় পরিবর্তন আনা হয়েছে এইচপি ও 'এ' দলের মধ্যকার সিরিজেও। যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।পূর্বনির্ধারিত সূচিতে ১, ৩ ও ৫ আগস্ট চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল এইচপি ও এ দলের ক্রিকেটারদের। তবে ফ্লাড লাইটের আলোতে এই সিরিজটি এখন হবে ৩১ জুলাই, ১ ও ৩ আগস্ট।


promotional_ad

এই সিরিজ খেলেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন এ দলের ক্রিকেটাররা। মূলত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্যই এই সিরিজটি আয়োজন করেছে বিসিবি। আগে থেকেই চট্টগ্রামে অবস্থান করছেন এইচপির ক্রিকেটাররা। ডেভিড হেম্পের অধীনে ১০ জুন থেকে সেখানে চলছে ক্রিকেটারদের ক্যাম্প।


৩ টি-টোয়েন্টি শেষে আবার নিজেদের মধ্যে একটি চার দিনের ম্যাচ খেলবেন এইচপির ক্রিকেটাররা। আগস্টের ১২ তারিখ পর্যন্ত সেখানে ক্যাম্প চলবে তাদের। ১০দিন বিরতি দিয়ে এইচপির ক্রিকেটাররা চলে যাবেন রাজশাহীতে। এনসিএল টি-টোয়েন্টির ৩ ভেন্যুর একটি রাজশাহী।


তাই ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ৩/৪দিন আগ পর্যন্ত চলবে এইচপি দলের ক্রিকেটারদের এই ক্যাম্প। আর এনসিএলকে সামনে রেখে ৫ ও ৬ আগস্ট মিরপুরের ফিটনেস টেস্ট দেবেন ক্রিকেটাররা। পরীক্ষায় পাস না করলে ক্রিকেটাররা অংশ নিতে পারবেন না টুর্নামেন্টটিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball