কোহলি-রোহিত না থাকলেও ভারতে প্রতিভার কোনো ঘাটতি নেই: অ্যান্ডারসন

ছবি: জেমস অ্যান্ডারসন ও বিরাট কোহলি, ইসিবি

সম্প্রতি টকস্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যান্ডারসন জানিয়েছেন এই দুজন ছাড়াও ভারতীয় দল শক্তিশালী। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। তাই নিজ দেশের দলকে সতর্ক করে দিয়েছেন অ্যান্ডারসন। আসন্ন এই সিরিজে ভারতীয়দের হালকাভাবে নেয়া উচিত হবে না বলেও মনে করেন তিনি।
কোহলির বিকল্প খুঁজতে ভারতের কয়েকটা সিরিজ লাগবে: পুজারা
১৩ মে ২৫
অ্যান্ডারসন বলেন, 'দুর্দান্ত কিছু খেলোয়াড়। রোহিতের অবসরের ফলে নতুন অধিনায়ক আসছে। কোহলি তো টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার— তার জায়গা পূরণ করাটা সহজ নয়। তবে ভারতের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই।'

আইপিএলের মাধ্যমে ভারত একের পর এক প্রতিভা নিয়ে আসছে আন্তর্জাতিক ক্রিকেটে। ইয়াশভি জয়সাওয়াল, জিতেশ শর্মা, নীতিশ কুমার রেড্ডির মতো তারকারা আইপিএলের মত মাতাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটও। তাদের অনেকে টেস্টেও আক্রমণাত্মক ব্যাটিং করছেন।
ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি
১ মে ২৫
অ্যান্ডারসন আইপিএলের প্রতিভাদের নিয়ে বলেছেন, 'শুধু আইপিএল দেখলেই বুঝবেন— এখন ওখান থেকেই এমন সব খেলোয়াড় টেস্ট দলে আসছে যারা আক্রমণাত্মক, আগ্রাসী এবং একেবারেই ভয়ডরহীন।'
ভারত সিরিজের বাকি আর মাত্র এক মাস। এই সিরিজে একে অপরের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে। অ্যান্ডারসনের মতে এই সিরিজে ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইংল্যান্ড এখন ভারত সিরিজকে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের মতোই গুরুত্বপূর্ণ মানছেন ইংল্যান্ডের ইতিহাসসেরা এই পেসার।
তিনি বলেন, 'এই বছর অ্যাশেজ রয়েছে— বড় একটি বছর। তবে তার আগে ভালো গতি পাওয়া গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, আমার ক্যারিয়ারে অনেকবার এমন হয়েছে যে, অ্যাশেজের ১৮ মাস আগেই সবাই শুধু সেটার দিকেই তাকিয়ে থেকেছে, তখন সামনে যা আছে তা ভুলে যাওয়া হয়েছে। ভারতের বিপক্ষে খেলা সেটা ঘরের মাঠ হলেও খুব কঠিন হবে। তারা দারুণ শক্তিশালী দল,' বলেন অ্যান্ডারসন।