এখনও জাতীয় দলে ফেরার ক্ষুধা আছে রাহানের

ছবি: সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে ভারতের হয়ে টেস্ট খেলেছেন আজিঙ্কা রাহানে

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যথাক্রমে ৮৯ ও ৪৬ রান করেছিলেন রাহানে। তবে ওয়েস্ট সফরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন তিনি। দুই টেস্টে করেছিলেন মাত্র ১১ রান। এমন অবস্থায় পরের সিরিজেই ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন রাহানে। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আইপিএল।
এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে
১৬ এপ্রিল ২৫
অধিনায়ক হিসেবে ১০ ম্যাচে ১৪৯.২৫ স্ট্রাইক রেটে ২৯৭ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পরও নিজেকে নিয়ে নতুন করে ভাবছেন রাহানে। ভারতের টেস্ট দলে ফিরতে এখনো প্রতিদিন দুিই কিংবা তিন সেশন অনুশীলন করছেন ডানহাতি এই ব্যাটার। পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেট খেলার জন্য ফিটনেসের দিক থেকে পর্যাপ্ত ফিট আছেন বলে মনে করেন তিনি।

স্টারস্পোর্টসের সঙ্গে আলাপকালে ভারতের টেস্ট দলে ফেরার ভাবনা নিয়ে রাহানে বলেন, ‘আবারও ভারতের সেটআপে ফিরতে পারলে ভালো লাগবে। এখনো সেই ইচ্ছা, ক্ষুধা এবং আগুন আমার মধ্যে আছে। ফিটনেসের দিক থেকে আমি ঠিক জায়গায় আছি। আমি শুধু একটা ম্যাচের কথা ভাবছি। আপাতত আমার ভাবনায় কেবলই আইপিএল। তারপর দেখা যাক ভবিষ্যতে কী হয়।’
ইংল্যান্ড সফরে সুদর্শনকে চান শাস্ত্রী
১৬ ঘন্টা আগে
‘আমি এমন একজন যে কখনোই হাল ছাড়ে না। মাঠে আমি সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করি। এমনকি একশ শতাংশের বেশি দেয়ার চেষ্টা করি। আমি যা কিছু নিয়ন্ত্রণ করতে পারি সেটাতেই কেবল মনোযোগ দিই। আমি এখনো ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছি এবং এই মুহূর্তে আমি ক্রিকেট অনেক বেশি উপভোগ করছি।’
আইপিএল শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। রাহানের খেলা মিডল অর্ডারে বর্তমানে ভারতের হয়ে খেলছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। এমনকি তাদের ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে সরফরাজ খানকে। যার ফলে ইংল্যান্ড সফরে রাহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।