আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

ছবি: দুই শিরোপা হাতে রোহিত শর্মা

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই আইসিসির টুর্নামেন্টে ভুগছিল ভারত। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ক্রিকেট খেললেও সেমিফাইনালে গিয়ে থামতে হয় তাদের। তবে সবশেষ কয়েক বছরে নিজেদের সুখের সময় পার করছে তারা। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জিততে নিজেদের সবটা দিয়ে চেষ্টা করেছে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে ক্রিকেট খেলা ভারত অপরাজিত ছিল সেমিফাইনাল পর্যন্ত।
রোহিতের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে যেতে চায় ভারত
৫ ঘন্টা আগে
ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আরও একবার আক্ষেপে পুড়তে হয় ভারতকে। তবে পরের বছরই আনন্দে উল্লাসে মেতে উঠে পুরো ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর আইসিসির শিরোপা উঁচিয়ে ধরেন রোহিত, বিরাট কোহলিরা। চলতি বছরে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। টানা তিন টুর্নামেন্টে ২৪ ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে ভারত।

এমন সাফল্য পাওয়ার ক্ষেত্রে দলের জন্য কাজটা যে সহজ ছিল না সেটা সবাইকে মনে করিয়ে দিয়েছেন রোহিত। এ ছাড়া কঠিন সময় পেরিয়ে এমন সাফল্যে সবাইকে উপদযাপন করার পরামর্শ দিয়েছেন ভারতের অধিনায়ক। সেই সঙ্গে সবশেষ তিন আইসিসির টুর্নামেন্টে খেলা সব ভারতীয় ক্রিকেটাররা সম্মান প্রাপ্য বলে মনে করেন রোহিত।
ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের
২৫ এপ্রিল ২৫
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, এই তিনটি বড় টুর্নামেন্টে এই দল কী অর্জন করেছে। এভাবে খেলার পর মাত্র একবার হেরে যাওয়া, সেটাও ফাইনালে। ভাবুন, যদি আমরা ওই ফাইনালটাও জিততাম, তিনটি আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থাকা অবিশ্বাস্য হতো। তবু ২৪ ম্যাচের মধ্যে ২৩টিতে জয় অবিশ্বাস্য। বাইরে থেকে দেখতে দারুণ লাগলেও, দলের জন্য সহজ ছিল না যাত্রাটা।
‘অনেক উত্থান-পতন ছিল। আমাদেরও কিছু কঠিন সময় ছিল, কিন্তু এমন সাফল্য আসলে উদযাপন করতে হবে। যদি এই ধরনের কাজ করেন, তাহলে উদযাপন করতে হবে। আমার মনে হয় যারা এই তিনটি টুর্নামেন্ট খেলেছে, তাদের সকলেরই সম্মান প্রাপ্য।’