পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ডাফি

আন্তর্জাতিক
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ডাফি
পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে জ্যাকব ডাফি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করে বোলারদের র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন জ্যাকব ডাফি। আর তাতেই ক্যারিয়ারসেরা দ্বাদশতম স্থানে উঠে এসেছেন এই কিউই পেসার।

বুধবার ছেলেদের ক্রিকেটের হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানেই ২৩ ধাপ এগিয়েছেন ডাফি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪ রানে ৪ উইকেট নেন ডাফি। যা তার ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যান।

আন্তর্জাতিক ম্যাচে এর আগে আরও দুইবার ৪ উইকেট নিয়েছেন ডাফি। এর মধ্যে একবার ১৫ রান ও ৩৩ রান খরচা করেছিলেন। এদিকে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ রানে ২ উইকেট নেন ডাফি।

এদিকে আরেক কিউই পেসার বেন সিয়ার্স ২২ ধাপ উন্নতি করেছেন। ২৩ রানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন তিনি। ইশ সোধিও ২ ধাপ উন্নতি করে ৩৬তম স্থানে উঠেছেন।

টি-টোয়েন্টির বোলারদের তালিকায় প্রথম ১১টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই শীর্ষ স্থান দখল করে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসাইন। আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ট্রাভিস হেড।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে যথাক্রমে ৪৪ ও ৪৫ রান করে ২০ ধাপ এগিয়েছেন টিম সেইফার্ট। ১৩তম স্থানে আছেন তিনি। আরেক কিউই ব্যাটার ফিন অ্যালেন অপরাজিত ২৯ ও ৩৮ রান করে ১৮তম স্থানে ফিন অ্যালেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে এখনও হার্দিক পান্ডিয়া।

আরো পড়ুন: জ্যাকব ডাফি