‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’

আন্তর্জাতিক
‘স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা না করা হবে বোকামি’
কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে বেন স্টোকস, ইসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। এই বৈশ্বিক আসরে ব্যর্থতার ফলে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়েছেন জস বাটলার। এখন চারিদিকে জল্পনা কল্পনা ইংল্যান্ডের নতুন অধিনায়ক কে হচ্ছেন?

সেই তালিকায় আছে লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুকদের নাম। তবে গুঞ্জন চলছে বেন স্টোকসকে নিয়েও। এই অলরাউন্ডার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। সীমিত ওভারের ম্যাচ খেলেন না অনেকদিন। তাকেই কিনা ইংল্যান্ডের অধিনায়ক করার জল্পনা কল্পনা চলছে।

ইংল্যান্ড দলের  ব্যবস্থাপনা পরিচালক রব কি উড়িয়ে দেননি স্টোকসের নাম। তিনি জানিয়েছেন সম্ভাব্য সব বিকল্প নিয়েই ভাবছেন তারা। স্টোকস ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম বিচক্ষণ অধিনায়ক। তাই তাকে বিবেচনা না করা বোকামি হবে বলেও মনে করেন কি।

তিনি লর্ডসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘সম্ভাব্য সব বিকল্পই বিবেচনা করা হবে। প্রতিটি বিকল্পে চোখ বুলিয়ে ভাবতে হবে, “ঠিক আছে, কী করলে ভালো হবে? এটা অন্যান্য বিষয়ের ওপর কেমন প্রভাব ফেলবে?’ বেন স্টোকস আমার দেখা সেরা অধিনায়কদের একজন। তাই তাকে বিবেচনা না করা হবে বোকামি।”

২০২৩ বিশ্বকাপের পর আর ওয়ানডে আর খেলতে দেখা যায়নি স্টোকসকে। এরপর সীমিত ওভারের ক্রিকেট থেকেই বিরতি নিয়েছিলেন স্টোকস। তবে সেই বিরতি ভেঙে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন এই অলরাউন্ডার। সেই বিশ্বকাপের ফাইনালে হাফ সেঞ্চুরি করে ইংল্যান্ডের শিরোপা জয়েও রেখেছিলেন বড় ভূমিকা।

এরপর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটেও আর দেখা যায়নি স্টোকসকে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও স্টোকসকে নিয়ে শোনা যাচ্ছিলো কানাঘুষা। তবে হ্যামস্ট্রিংয়ের চোট তাকে ফিরতে দেয়নি এই বৈশ্বিক আসরে।

স্টোকস আবার অধিনায়ক হয়ে ফিরলে টেস্টের সঙ্গে শুধু ওয়ানডের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টোকসকে। আর টি-টোয়েন্টির জন্য অন্য কাউকে বেঁছে নেয়া হতে পারে। সেক্ষেত্রে অন্যদের চেয়ে ব্রুকই এগিয়ে আছেন বেশ।

আরো পড়ুন: ইংল্যান্ড