রঞ্জির পারফরম্যান্সে জাতীয় দলের দুয়ার খুলতে চান রাহানে

আন্তর্জাতিক
রঞ্জির পারফরম্যান্সে জাতীয় দলের দুয়ার খুলতে চান রাহানে
সেঞ্চুরির পর আজিঙ্কা রাহানে, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের টেস্ট দল থেকে অনেকটা আচমকাই বাদ পড়েছেন আজিঙ্কা রাহানে। এরপর ব্যাট হাতে রান পেলেও আর জাতীয় দলে জায়গা হয়নি তার। এখনো অবশ্য আশা হারাচ্ছেন না এই ব্যাটার। জাতীয় দলে ফিরে নিজের সেরাটা দিতে প্রস্তুত এই ব্যাটার।

বরোদার বিপক্ষে ৯৮। মেঘালয়ের বিপক্ষে ৯৬। গত সপ্তাহে ইডেন গার্ডেন্সে হরিয়ানার বিপক্ষে ১০৮। চলতি রঞ্জি ট্রফিতে এভাবেই ব্যাটে রানের ফোয়ারা ছোটাচ্ছেন রাহানে। নিজ দল মুম্বাইকে নেতৃত্ব দিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালেও পৌঁছে দিয়েছেন।

সম্প্রতি গণমাধ্যমকে রাহানে বলেন, ‘আমি এখনও ক্রিকেট উপভোগ করি। বিশ্বাস করি আমার মধ্যে ক্রিকেট এখনও বাকি রয়েছে। আপনার মধ্যে ক্ষুধা থাকতে হবে। আর আমার মধ্যে সেই খিদেটা এখনও রয়েছে। আমার মধ্যে ক্রিকেটের প্যাশন এখনও রয়েছে। যতদিন থাকবে, খেলব। জাতীয় দলে ফেরার ব্যাপারেও আমি আশাবাদী। কিন্তু বাকি কোনও কিছুই আমার নিয়ন্ত্রণে নেই।’

২০২৩ সালের জুন মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসেই রান করেছিলেন রাহানে। প্রথম ইনিংসে ৮৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪৬ রান আসে তার ব্যাটে। পরে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরেও গিয়েছিলেন।

কিন্তু সেই সিরিজে রান পাননি রাহানে। পোর্ট অফ স্পেনে আপাতত শেষ টেস্ট খেলেছেন এই ব্যাটার। এরপরই জাতীয় দল থেকে বাদ যেতে হয় তাকে। কেন বাদ পড়লেন সেই কারণ অবশ্য জানা নেই রাহানেরও।

৩৬ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘ডব্লিউটিসি ফাইনালের দুই ইনিংসেই রান করেছিলাম। কিন্তু তারপরও কেন টেস্ট দল থেকে বাদ যাই, আজও জানি না। নির্বাচকরা বলতে পারবেন কেন এমন হয়েছিল।’

আরো পড়ুন: আজিঙ্কা রাহানে