বেথেলের চোটে তৃতীয় ওয়ানডের দলে ব্যান্টন

তিন বছর পর ইংল্যান্ডের ওয়ানডে দলে টম ব্যান্টন
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০ দিন আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জ্যাকব বেথেল। দ্বিতীয় ওয়ানডের পাশাপাশি শেষ ম্যাচেও খেলা হচ্ছে না তরুণ এই অলরাউন্ডারের। বেথেলের বদলি হিসেবে শেষ ওয়ানডের দলে ডাকা হয়েছে টম ব্যান্টনকে। সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

promotional_ad

গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় বেথেলের। সবশেষ কয়েক মাসে তিন সংস্করণ মিলে ২২ ম্যাচ খেলেছেন তিনি। ব্যাটে-বলে পারফর্ম করে সবার নজর কেড়েছেন তরুণ এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ৫১ রানের ইনিংস খেলেছেন। 


আরো পড়ুন

বড় ইনজুরির শঙ্কায় ওকস

১ ঘন্টা আগে
বড় ইনজুরির শঙ্কায় ওকস, ফাইল ফটো

নাগপুরে ৩ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেটও নিয়েছেন বেথেল। চোট পাওয়ায় দ্বিতীয় ওয়ানডের একাদশে রাখা হয়নি তাকে। স্ক্যান করার পর আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। যদিও কেউই চোটে পড়লে টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে পরেও পরিবর্তন আনা যাবে।


promotional_ad

আপাতত তৃতীয় ও শেষ ওয়ানডের দলে বেথেলের বদলি হিসেবে ব্যান্টনকে ডেকে নেয়া হয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন ব্যান্টন। ১১ ইনিংসে ৫৪.৭৭ গড় এবং ১৫১.৬৯ স্ট্রাইক রেটে ৪৯৩ রান করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা ব্যাটারের সুযোগ ইংল্যান্ড দলে জায়গা করে নেয়া। 


আরো পড়ুন

কোহলিকে দেখে অনেকে কিছু শিখেছেন বেথেল

১১ জুন ২৫
বিরাট কোহলি ও জ্যাকব বেথেল, আইপিএল

২০২২ সালের পর ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেন ব্যান্টন। যদিও ইংলিশদের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের আগষ্টে। জাতীয় দলের জার্সিতে ৬ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুই সংস্করণ মিলে তিনটি হাফ সেঞ্চুরি করেছেন ব্যান্টন। সোমবার দলের সঙ্গে যোগ দেবেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball