মুশফিকের ব্যর্থতার রহস্য জানালেন কোচ

ফ্র্যাঞ্চাইজি লিগ · বি পি এল
মুশফিকের ব্যর্থতার রহস্য জানালেন কোচ
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

চলমান বিপিএল আসরে এখন পর্যন্ত ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

রাজশাহী কিংসের হয়ে খেলা মুশি এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে মাত্র ১৮.৮৮ গড়ে ১৭০ রান সংগ্রহ করেছেন। যেখানে তাঁর রয়েছে মাত্র ১টি ফিফটি।তবে শুধু মুশফিকই নয় তাঁর দল রাজশাহী কিংসও পুরোপুরি ব্যর্থ চলতি টুর্নামেন্টে।

ইতিমধ্যে এক ম্যাচ বাকি থাকতেই বিপিএল থেকে ছিটকে পড়তে হয়েছে দলটিকে।এদিকে মুশফিকের এরূপ হতাশাজনক পারফর্মেন্সের একটি ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী কিংসের প্রধান কোচ সারোয়ার ইমরান।

মূলত নিজের পছন্দের পজিশন চার নম্বরে ব্যাটিং করতে না পারাটাই মুশফিকের ব্যর্থতার কারণ বলে উল্লেখ করেছেন তিনি।তার ওপর আঙ্গুলে চোটও মুশফিককে ভালো খেলতে দেয়নি বলে মনে করেন ইমরান।

তিনি বলেন, 'আসলে ও যেখানে ব্যাট করতে চেয়েছে সেখানে সুযোগ হয়নি। চারে খেলতে না পারায় হয়তো মানসিকভাবে একটু পিছিয়ে ছিল। তার উপর আঙুলে চোট। সব মিলিয়ে বলবো ও এবার ছন্দেই ছিল না।'

বিপিএলের শুরু থেকেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকের ওপর দলের প্রত্যাশা ছিলো আকাশচুম্বী। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আদৌ কি পারফর্মেন্স করতে পেরেছেন মুশফিক এই প্রশ্নের জবাবও দিয়েছেন সারোয়ার ইমরান। তিনি বলেন,

'আসলে প্রত্যাশা পূরণ করতে না পারার অনেক কারণ থাকতে পারে। ওতো আমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেনি। যেমন আমাদের দলেও ওকে জায়গা মতো খেলানো সম্ভব হয়নি। সেরা একাদশ সাজাতেই আমাদের নানা সমস্যা হয়েছে।'

স্যামি ইনজুরিতে ছিল মুশফিক নিজেও আঙুলের ইনজুরিতে পড়েছে। ইমরান আরো বলেন, 'আরো বেশ কয়েকজন ক্রিকেটারও ইনজুরিতে ছিল। টি-টোয়েন্টির সঙ্গে অন্য ফরমেটের অনেক পার্থক্য। ছন্দে না থাকলে টেকনিকেও ভুল হয়। সেটিও হয়েছে হয়তো ওর সঙ্গে। একেবারে খারাপ করেছে তা নয়। তবে পারফরম্যান্সটা তার যোগ্যতার মানে হয়নি এটি ঠিক।'

সারোয়ার ইমরান কাঠগড়ায় দাঁড়া করিয়েছেন সদ্য বিদায় নেয়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে মুশফিকের বিরোধ প্রসঙ্গকেও। গত দক্ষিণ আফ্রিকা সফরে হাথুরু এবং বিসিবির সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন টেস্ট অধিনায়ক মুশফিক। আর এরই প্রভাব বিপিএলেও রয়ে গেছে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক কোচ ইমরান। তাঁর ভাষ্যমতে,

দক্ষিণ আফ্রিকা সফরে ওর উপর যে প্রেসার ছিল যেসব বিতর্ক হয়েছে তাতে ওর ব্যাটিংয়ে প্রভাব পড়তেই পারে। তবে এসবই সাময়িক। বিশেষ করে ও দারুণ ক্রিকেটার। আমি মনে করি পরিশ্রম দিয়ে ঠিকই ফিরে আসবো। খারাপ সময়টাতো ক্রিকেটেরই অংশ।'

আরো পড়ুন: this topic