সাকিবের দুবাইয়ে খেলবেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

ছবি: ফাইল ছবি

ভারতে ক্রিকেটে শুরুটা হলোও পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সঞ্জয়। বর্তমানে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ১৪ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। জাতীয় দলের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর।
সাকিবের জন্য সব সময় দরজা খোলা: মিঠু
১২ জুলাই ২৫
সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের হয়ে এখন পর্যন্ত ২০ ম্যাচ খেলেছেন সঞ্জয়। ১৪৬.৫২ স্ট্রাইক রেটে ২ হাফ সেঞ্চুরিতে ৪২২ রান করেছেন। ক্যারিয়ার সেরা ৯২ রানের ইনিংসও আছে। এবার গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ পাচ্ছেন সঞ্জয়। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেই পাওয়া যাবে তাকে।

‘সাকিবরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়’
১২ জুলাই ২৫
বাংলাদেশ সময় ১৪ জুলাই ভোর ৫ টায় স্বাগতিক গায়ানার বিপক্ষে খেলতে নামবে দুবাই। গ্রুপ পর্বে শেষ ম্যাচ বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। সেন্ট্রাল স্টেগসের বিপক্ষে জিতলেও হোবার্ট হারিকেন্সের সঙ্গে হেরেছে দুবাই।
গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের হয়ে খেলছেন সাকিব আল হাসান। নিজের প্রথম ম্যাচেই সেন্ট্রালের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেছেন তিনি। একই ম্যাচে বল হাতে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে পরের ম্যাচে হোবার্টের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন সাকিব।