মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান

ছবি: নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্স

এই ম্যাচে রেকর্ড গড়েছেন সোহান নিজেও। উইকেটের পেছন থেকে করেছেন চার ডিসমিসাল। যেখানে আছে তিনটি ক্যাচ আর একটি স্টাম্পিং। গ্লোবাল সুপার লিগের ১ ম্যাচে এখন অব্দি কোন উইকেটরক্ষক ব্যাটার করতে পারেননি চার ডিসমিসাল।
গ্লোবালে বাড়তি চ্যালেঞ্জ থাকলেও শিরোপায় নজর সোহানের
২৯ জুন ২৫
এ ছাড়া জিএসএলের দুই আসর মিলিয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের (১২) রেকর্ডও এখন সোহানের দখলে। এই ম্যাচে আগে ব্যাটিং করে রংপুর রাইডার্স করে পাঁচ উইকেটে ১৬২ রান। ৩১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন কাইল মায়ার্স।

২১ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। ১০ বলে ১৮ রান আসে সোহানের ব্যাটে। ১৬২ রান ডিফেন্ড করতে গিয়ে ৩৬ রান খরচায় চার উইকেট নেন খালেদ আহমেদ। ম্যাচসেরাও হন তিনি।
হেটমায়ারের উইকেটটাই সেরা, বিপিএলে সে আমাকে ছক্কা মেরেছিল: খালেদ
১১ জুলাই ২৫
যদিও ম্যাচ শেষে সোহান কৃতিত্ব দেন পুরো দলকে, 'অবশ্যই আমরা সেই জায়গা থেকে মোমেন্টাম পেয়েছি। মায়ার্স এবং ইফতি ভাই বেশ ভালো খেলেছেন। যা বলছিলাম, আমরা একটা দল হিসেবে খেলেছি। ম্যাচ জয়ের কৃতিত্ব দলের সবার প্রাপ্য। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও আমরা একটা দল হিসেবে খেলব।'
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৮ রানে জিতে শিরোপা ধরে রাখার দৌড়ে বেশ এগিয়েই আছে নুরুল হাসান সোয়ানদের রংপুর রাইডার্স। বাকি ম্যাচগুলোও জিতে, টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলতে চাইবে রাইডার্সরা।