হেটমায়ারের উইকেটটাই সেরা, বিপিএলে সে আমাকে ছক্কা মেরেছিল: খালেদ

চার উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক খালেদ আহমেদ, ফাইল ফটো
একটা সময় গিয়ে মনে হয়েছিল, রংপুরের আর জেতা হবে না। শিমরন হেটমায়ার এবং শেরফান রাদারফোর্ডের জুটি যেন জিতিয়ে দেবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। কিন্তু ঠিক সেই সময় বল হাতে আসেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। আর এসেই শিকার করেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট।

promotional_ad

১৫তম ওভারে রাদারফোর্দের উইকেট নিয়ে চিন্তায় ফেলেন স্বাগতিকদের। তারপর ১৭তম ওভারে এসে শিকার করেন হিটমায়ারের উইকেট। হারের পথে যাওয়া ম্যাচকে বের করে নিয়ে আসেন রংপুরের দিকে।


আরো পড়ুন

খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট

২৩ মে ২৫
শেষ বিকেলে ১০১ রানের জুটি গড়েছেন নিক কেলি ও ম্যাট বয়েল, বিসিবি

নিজের শেষ ওভারে জোড়া আঘাতে খালেদ নিশ্চিত করেন দলের জয়। অথচ শেষ তিন ওভারে ২১ রান দিয়ে চার উইকেট শিকার করা খালেদ, প্রথম ওভারেই হজম করেছিলেন ৩ চারে ১৫ রান।


promotional_ad

সেই ওভার পরে ঘুরে দাঁড়ালেন কীভাবে তা খালেদ শুনিয়েছেন ম্যাচের পর। চার উইকেট নিয়ে এ দিন ম্যাচসেরা হন খালেদ। লুফে নেন এক হাজার ডলার পুরস্কার। আর সেই পুরস্কার নিতে এসেই খালেদ জানান, অধিনায়ক সোহানের ভরসা ছিলো বলেই 'ফিরে আসতে' পেরেছেন তিনি।


আরো পড়ুন

মোমেন্টাম পেয়ে গিয়েছি, পুরো আসরেই দল হিসেবে খেলব: সোহান

১১ জুলাই ২৫
নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্স

খালেদ বলেন, 'প্রথমেই সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি শুধুমাত্র ভালো জায়গায় বলগুলো করার চেষ্টা করছিলাম। প্রথম ওভারে আমি কিছুটা খরুচে ছিলাম। কিন্তু অধিনায়ক আমাকে বলল, তুমি কামব্যাক করতে পারবে। অধিনায়ক আমার উপর ভরসা রেখেছিলো, ভরসা রেখেই আমার হাতে আবার বল তুলে দিয়েছে। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ঘুরে দাঁড়ানোর।'


নিজের দ্বিতীয় ওভারে রাদারফোর্ড, তৃতীয় ওভারে হেটমায়ার এবং শেষ ওভারে খালেদ শিকার করেন প্রিটোরিয়াস এবং শামার স্প্রিংগারের উইকেট। এরমধ্যে হেটমায়ারের উইকেট নিয়ে সবচেয়ে বেশি মজা পান খালেদ।


'আমি সব থেকে বেশি মজা পেয়েছি হেটমায়ারকে আউট করতে পেরে। কারণ বিপিএলে সে আমাকে একটি ছক্কা হাঁকিয়েছিল। সে কারণেই এই উইকেটটা স্পেশাল। এখানকার দর্শকরা দুর্দান্ত। আমরা শুধুমাত্র আমাদের কাজটা করে যাওয়ার চেষ্টা করছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball