দেশি কোচদের টোটকাতেই জিএসএলে সফল খালেদ

ছবি: ফাইল ছবি

বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও খুব বেশি সাদা পোশাকের ম্যাচ খেলার সুযোগ হয়ে ওঠে না খালেদের। টেস্ট খেললেও টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে বাংলাদেশ দলে সুযোগ মেলে না ডানহাতি এই পেসারের। জাতীয় দলের হয়ে দুইটা ওয়ানডে এবং একটা টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে আলো ছড়িয়েছেন খালেদ।
বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলার মতো দল: খালেদ
২১ ঘন্টা আগে
চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। সেই সময় চিটাগংয়ের প্রধান কোচের দায়িত্বে ছিলেন শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক পেসারের সঙ্গে নিজের বোলিং নিয়ে তখন কাজ করেছিলেন খালেদ। সেই টেইটের সঙ্গে কাজ করছেন জাতীয় দলের জার্সিতেও। তবে জিএসএলের সময় টেইট জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকায় স্থানীয় কোচ নাজমুল ও তালহা জুবায়েরের সঙ্গে কাজ করেছেন খালেদ। যদিও সরাসরি মাঠে কাজ করতে পারেননি।

জিএসএল খেলার সময় তাদের সঙ্গে ফোনে তাদের কাছে পরামর্শ নিয়ে সাফল্যও পেয়েছেন তিনি। কোচদের সঙ্গে কাজ করা নিয়ে খালেদ বলেন, ‘শন টেইটের সঙ্গে কথা হয়। সে একটা কথাই বলে, যা আমি বিপিএলের সময়েও বলেছি। সে আমাকে সিম্পল খেলতে বলেছেন এবং বিভ্রান্ত না হতে বলেছেন। কারণ বিভ্রান্ত হলে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। সে আমাকে যতটা সম্ভব সিম্পল থাকতে বলেছেন।’
আইপিএল, বিগ ব্যাশ দেখে উদ্ভাবনী শট শেখেন আরিফুল
২ ঘন্টা আগে
‘এছাড়া আমাদের স্থানীয় কোচ বিশেষ করে নাজমুল ভাই ও তালহা ভাইয়ের সঙ্গেও আমার কথা হয়। খেলার আগের দিনও নাজমুল ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে কী করলে ভালো হয়। যেহেতু আমাদের কোনো বিশেষজ্ঞ পেস বোলিং কোচ ছিল না, তাই আমি শন টেইটকে পাইনি। তখন আমি নাজমুল ভাইকে ফোন করেছিলাম এবং সেও একই কথা বলেছিলেন—প্রতিটি ওভারে কীভাবে খেলায় ফেরা যায়, সেই চিন্তা করতে।’
জিএসএলের গত মৌসুমে খেলার সুযোগ হয়নি খালেদের। প্রথমবার রংপুরের হয়ে সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছেন। হোবার্ট, গায়ানা, দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মতো বৈশ্বিক দলের সঙ্গে পারফর্ম করতে পারায় খুশি ডানহাতি এই পেসার। সবাইকে নিজের সামর্থ্য দেখাতে পারায় ভালো লাগছে তাঁর।
খালেদ বলেন, ‘অভিজ্ঞতা বলতে, এটা ভালো একটা সুযোগ ছিল। যেহেতু এটা গ্লোবাল একটা টুর্নামেন্ট ছিল এবং বিভিন্ন দেশের দল খেলতে গিয়েছিল, পাঁচটি দেশের প্রতিনিধি ছিল। আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম। আমরা সব দলের সাথেই খেলেছি। আমার ভালো লেগেছে যে সবাই আমার খেলা দেখতে পেরেছে। আমি চেষ্টা করেছি ভালো পারফর্ম করার। কারণ এখানে ভালো করলে একটি পরিচিতি পাওয়া যাবে এবং সবাই দেখবে যে আমি ভালো খেলছি।’