পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে, বিশ্বাস ভেটরির

ফ্র্যাঞ্চাইজি লিগ
পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে, বিশ্বাস ভেটরির
বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রঞ্জি ট্রফিতে ৬৯ উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন হার্শ দুবে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে সুযোগ মেলে আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেও বল হাতে সাফল্য পেয়েছেন বাঁহাতি স্পিনার। ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পেলেও ড্যানিয়েল ভেটরির বিশ্বাস, পরের আইপিএলে পুরোপুরি অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে।

অ্যাডাম জাম্পার চোটে আইপিএলে ডাক পেয়েছিলেন রবিচন্দ্রন স্মারান। হায়দরাবাদের হয়ে খেলতে নামার আগেই চোটের কারণে ছিটকে যেতে হয় ২২ বছর বয়সী এই ব্যাটারকে। স্মারানের পরিবর্তে প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পান দুবে। সবশেষ রঞ্জি ট্রফিতে বৈদর্ভের হয়ে ১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।

রঞ্জি ট্রফিতে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডও এটি। স্মারান ছিটকে যাওয়ার পর বাঁহাতি স্পিনারকে মাত্র ৩০ লাখ রুপিতে দলে নেয় হায়দরাবাদ। তিন ম্যাচ খেলে ১৯.৬০ গড়ে ৫ উইকেট নিয়ে নিজের প্রথম আইপিএল শেষ করেছেন দুবে। পাশাপাশি বাঁহাতি স্পিনারের খেলা তিন ম্যাচেই জয় পেয়েছে হায়দরাবাদ।

দুবের পারফরম্যান্সের প্রশংসা করে ভেটরি বলেন, ‘দলে যোগ দেয়ার পর থেকে সে আমাদের জন্য যা করেছে তা নিয়ে আমরা খুবই খুশি। অবশ্যই সে খুবই চালাক বোলার। সে কন্ডিশন বুঝতে পারে এবং সে জানে কিভাবে বোলিং করা প্রয়োজন। সে তার ভ্যারিয়েশনগুলো ব্যবহার করতে পারে। আমরা এমন নিয়ন্ত্রিণ বোলিংয়ের খোঁজেই ছিলাম। তিনটা ম্যাচেই সে দারুণ করেছে।’

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ভারতের ‘এ’ দলেও সুযোগ পেয়েছেন দুবে। ৩০ মে থেকে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলবেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন দুবে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুটি হাফ সেঞ্চুরি করা বৈদর্ভের এই ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন সাতটি। ভেটরির বিশ্বাস পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে।

হায়দরাবাদের প্রধান কোচ বলেন, ‘এখনকার ও পরের আইপিএলের মধ্যে তাঁর জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সে প্রচুর ক্রিকেট খেলবে। সেটা হোক ভারত ‘এ’ কিংবা তাঁর ঘরোয়া দল। সেখানে তাঁর অনেক বেশি সুযোগ থাকবে। আমরা বিশ্বাস করি সে আরও বড় হয়ে উঠতে থাকবে—শুধু বোলার হিসেবে নয় এমনকি ব্যাটার হিসেবেও। যা আমাদের সিদ্ধান্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

আরো পড়ুন: হার্শ দুবে