
পরের আইপিএলে পুরোদস্তুর অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে, বিশ্বাস ভেটরির
রঞ্জি ট্রফিতে ৬৯ উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছিলেন হার্শ দুবে। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে সুযোগ মেলে আইপিএলেও। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেও বল হাতে সাফল্য পেয়েছেন বাঁহাতি স্পিনার। ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পেলেও ড্যানিয়েল ভেটরির বিশ্বাস, পরের আইপিএলে পুরোপুরি অলরাউন্ডার হয়ে উঠবেন দুবে।