promotional_ad

ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় জয়ে আইপিএল শেষ করল হায়দরাবাদ

৩৭ বলে সেঞ্চুরি পূরণ করেন হেনরিখ ক্লাসেন, ফাইল ফটো
আইপিএলের চলতি আসর থেকে সানরাইজার্স হায়দরাবাদের বিদায় নিশ্চিত হয়েছিল অনেক আগেই। তবে শেষ ম্যাচগুলোতে নিজেদের জাত চিনিয়েছে প্যাট কামিন্সের দল। ব্যাটিংয়ে একটানা তিন ম্যাচে দুইশ পার করেছে দলটি। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দলটি করেছে তিন উইকেট ২৭৮ রান। আইপিএলের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। তিনে নেমে হেনরিখ ক্লাসেন ৩৯ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার এবং ৯ টি ছক্কা। ম্যাচটি কলকাতা হেরেছে ১১০ রানের বিশাল ব্যবধানে।

promotional_ad

মৌসুমের শুরু থেকেই ব্যাটিংয়ে সমস্যায় ছিল হায়দরাবাদ। পুরো আসরে মাত্র একবার ২০০ রানের বেশি স্কোর করতে পেরেছিল তারা। কিন্তু শেষের তিন ম্যাচে রীতিমতো বাজিমাত করল কামিন্সবাহিনী। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সানরাইজার্স।


আরো পড়ুন

১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা

২৪ মে ২৫
বল হাতে সানরাইজার্সের জয়ের নায়ক প্যাট কামিন্স, বিসিসিআই

 


অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড মিলে মাত্র ৬.৫ ওভারে গড়ে তোলেন ৯২ রানের জুটি। অভিষেক খেলেন ১৬ বলে ঝড়ো ৩২ রান। সুনীল নারিনকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে হাঁকাতে গিয়ে রিঙ্কু সিংয়ের মুঠোয় ধরা পড়েন তিনি।


 


ওদিকে ২৬ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন হেড। শেষ পর্যন্ত হেড করেন ৪০ বলে ৭৬ রান, তার ইনিংসে ছিল ছয়টি চার এবং পাঁচটি ছক্কা ক্লাসেনের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন তিনি। এই জুটিও ভাঙেন নারিন। তার বলে লং অফে আন্দ্রে রাসেলের মুঠোয় ক্যাচ দিয়ে বিদায় নেন হেড।


এ দিন মাত্র ১৭ বলে ঝাফ সেঞ্চুরি এবং ৩৭ বলে সেঞ্চুরি পূরণ করেন ক্লাসেন। মাঝে ইশান কিশান করেন ২০ বলে ২৯ রান করে ফিরে যান। অনিকেত ভার্মা অপরাজিত থাকেন ছয় বলে ১২ রানে। শেষ পাঁচ ওভারে ৭৪ রান আসে ক্লাসেন-ইশান-ভার্মার ব্যাটে।


promotional_ad

 


আরো পড়ুন

আইপিএলের নতুন নিয়মে সন্তুষ্ট নয় কলকাতা

২১ মে ২৫
আইপিএলের নতুন নিয়মে সন্তুষ্ট নয় কলকাতা, ফাইল ফটো

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কলকাতা। শেষপর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৮ রানে থামে দলটি। টপ অর্ডারের ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অসাধারণ পারফর্ম করে হায়দরাবাদের বোলিং ইউনিট।


 


জয়দেব উনাদকাট ২৪ রানে, ইশান মালিঙ্গা ৩১ রানে এবং হার্শ দুবে ৩৪ রানে তিনটি করে উইকেট নেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার হয়ে এ দিন ২৩ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন মানিশ পান্ডে।


 


এ ছাড়া শেষদিকে হার্শিত রানা ২১ বলে ৩৪ এবং শুরুর দিকে নারিন ১৬ বলে ৩১ রান করেন। আরেক ওপেনার ডি কক ১৩ বলে ৯ এবং অধিনায়ক আজিঙ্কা রাহানে ৮ বলে ১৫ রান করে ফিরে গেলে চাপে পড়ে দলটি।


মিডল অর্ডারে অঙ্গক্রিশ রঘুবংশি ১৮ বলে ১৪, রিঙ্কু সিং ছয় বলে ৯, এবং রাসেল এক বলে শূন্য রান করে ফেরায় পরাজয়ের ব্যবধান আর কমাতে পারেনি দলটি। ১১০ রানে সাত উইকেট হারানো দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৫২ রানের জুটি গড়েন মানিশ ও হার্শিত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball