সেরা দুইয়ে থাকলে লাভের সঙ্গে লসও হবে বেঙ্গালুরুর

ছবি: কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে আলোচনায় রজত পাতিদার ও বিরাট কোহলি

১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে বেঙ্গালুরু। ফলে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করা সম্ভব তাদের জন্য। শীর্ষে থাকা গুজরাট টাইটান্স ঘরের মাঠ আহমেদাবাদে খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। মহেন্দ্র সিং ধোনি দলের বিপক্ষে জিততে পারলে ২০ পয়েন্ট হবে গুজরাটের। সেরা দুইয়ের লড়াইয়ে বেঙ্গালুরুর বড় প্রতিপক্ষ পাঞ্জাব কিংসও আছে ভালো অবস্থানে।
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১১ ঘন্টা আগে
শেষ দুই ম্যাচে তারা খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। শ্রেয়াস আইয়ররা যদি দুই ম্যাচেই জিতে যায় তখন সেরা দুইয়ে থাকতে বেঙ্গালুরুকেও জিততে হবে হায়দরাবাদ ও লক্ষ্ণৌর বিপক্ষে। তবে পাঞ্জাব যদি একটি ম্যাচ জিতে তাহলে আপাতত নেট রানরেটে এগিয়ে থাকায় এক ম্যাচ জিতেও সেরা দুইয়ে থাকতে পারবে বেঙ্গালুরু। তবে গুজরাট যদি শেষ ম্যাচটা হেরে যায় তখন পাঞ্জাব ও বেঙ্গালুরু একটি করে ম্যাচ জিততেই সেরা দুইয়ে থাকবে তারা।

গ্রুপ পর্বে বেঙ্গালুরুর শেষ ম্যাচ ২৭ মে লক্ষ্ণৌর বিপক্ষে একানা স্টেডিয়াম। তারা যদি সেরা দুইয়ে থেকে শেষ করে তাহলে ৪৮ ঘণ্টার কম সময়ের মাঝে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামতে হবে রজত পাতিদার-কোহলিদের। অর্থাৎ ২৭ মে ম্যাচ খেলে পরদিন লক্ষ্ণৌ থেকে আহমেদাবাদে যাবেন তারা। ফলে কোয়ালিফায়ার ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি অনুশীলনেরও সুযোগ পাবেন না কোহলিরা। যা নিয়ে খুশি নন ফ্লাওয়ার।
মার্শের সেঞ্চুরিতে টেবিলের শীর্ষে থাকা গুজরাটকে হারাল লক্ষ্ণৌ
২৩ ঘন্টা আগে
বেঙ্গালুরুর প্রধান কোচ বলেন, ‘কোয়ালিফাইং খেলার আগে এটা কোনভাবেই আদর্শ না। আমরা এমনিতেই দেরিতে খেলা শেষ করব, দেরিতে ঘুমাতে যাব। তারপর ২৮ মে ভ্রমণ করে ২৯ মে খেলতে নামব। কিন্তু আমাদের সামনে পরিস্থিতিটাই এমন। সবার জন্য সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে বাস্তবতা মেনে নেয়া এবং মোকাবেলা করা। আমরা সেই ম্যাচের জন্য প্রস্তুত থাকব।’
বেঙ্গালুরুর আবহাওয়ার কারণে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি কোহলিরা। আগামী কয়েক দিনেও বৃষ্টির আভাস থাকায় হায়দরাবাদের বিপক্ষে বেঙ্গালুরুর ঘরের মাঠের খেলাটি সরিয়ে নেয়া হয়েছে লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে। নিজেদের দর্শকদের সামনে হায়দরাবাদের সঙ্গে খেলতে না পারায় খানিকটা হতাশ বেঙ্গালুরুর কোচ ফ্লাওয়ার।