ভারত না পারলে এশিয়া কাপের সময় আইপিএল করতে চায় ইংল্যান্ড

ফ্র্যাঞ্চাইজি লিগ
ভারত না পারলে এশিয়া কাপের সময় আইপিএল করতে চায় ইংল্যান্ড
বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এক সপ্তাহ পর চালু করা সম্ভব না হলে আগষ্টের বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরের এশিয়া কাপ বাদ দিয়ে ওই সময় আইপিএলের বাকি অংশ আয়োজন করতে চায় ভারত! টাইমস অব ইন্ডিয়ার এমন খবরের পরদিন দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহী ইংল্যান্ড। ভারত রাজী হলে আগামী সেপ্টেম্বরে আইপিএলের শেষ অংশের আয়োজক হতে চায় তারা।

কাশ্মীরের পেহেলগামের হামলাকে কেন্দ্র করে ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা জবাব দিতে জম্মুসহ ভারতের সীমান্তবর্তী কয়েকটি স্থানে হামলা করে পাকিস্তান। এমন সময় হিমাচল প্রদেশের ধর্মশালায় চলছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলা। আচমকা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথম ইনিংসের মাঝপথে ম্যাচ বাতিল করে ভারতকে।

সেই সঙ্গে দর্শক ও খেলোয়াড়দের দ্রুত স্টেডিয়াম ছাড়ার পরামর্শ দেয়া হয়। পরদিন সকালে বিশেষ ট্রেনে করে ক্রিকেটারদের দিল্লিতে নিয়ে আসা হয়। বিদেশি ক্রিকেটারদের আতঙ্ক হওয়ার সঙ্গে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুরুতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে ভারত। যদিও কিছুক্ষণ পর বিসিসিআই এক বিবৃতিতে জানায়, আপাতত সাতদিনের জন্য টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে।

এমন অবস্থায় এক সপ্তাহ পর আইপিএল শুরু হবে কিনা সেটার নিশ্চয়তা নেই। ফলে আইপিএলের বাকি অংশ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার (৯ মে) টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করে ওই সময় আইপিএল আয়োজন করতে চায় ভারত। বিসিসিআই নাকি সেভাবেই চিন্তা করছে।

যদিও গুঞ্জন আছে সাউথ আফ্রিকায় আইপিএল সরিয়ে নেয়ার কথাও ভাবতে পারে তারা। এমন অবস্থায় আইপিএলের শেষ ১৬টি ম্যাচ আয়োজনে আগ্রহী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টুর্নামেন্টের আয়োজক হতে বিসিসিআইয়ের সদস্য সচিবকে প্রস্তাব দিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নিজেদের আগ্রহের কথা বিসিসিআইকে জানিয়েছে ইংল্যান্ড।

ভারত রাজী হলে আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিভিন্ন ভেন্যুতে হতে পারে টুর্নামেন্টটি। যদিও ইসিবির সিনিয়র একটি সূত্র জানিয়েছে, ইংল্যান্ডে এসব নিয়ে সক্রিয় কোনো আলোচনা নেই। তবে এখন আইপিএল শেষ করতে না পারলে ইংল্যান্ডকে বিচেনায় নিতেও ভারত। তেমনটা হলে বড় প্রভাব পড়বে বাংলাদেশের ভারত সিরিজ ও এশিয়া কাপে। পাঁচ টেস্টের সিরিজ খেলতে জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড যাবে ভারত।

সেখান থেকে ফিরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তাদের। কদিন আগে সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফর করতে আগ্রহী নয় ভারত। যদিও বিসিবির জানিয়েছে, বিসিসিআইয়ের কাছ থেকে এমন কোনো কিছু শোনেননি তারা। নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি।

আরো পড়ুন: আইপিএল