promotional_ad

রাজস্থানকে উড়িয়ে টানা ছয় জয়ে শীর্ষে মুম্বাই

আইপিএলে টানা ছয় ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ান্স, ফাইল ফটো
জয়পুরে রাজস্থান রয়্যালসকে রীতিমতো উড়িয়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্স। রায়ান রিকেলটন ও রোহিত শর্মার হাফ সেঞ্চুরি এবং সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার জোড়া ৪৮ রানের ইনিংসে প্রথম ইনিংসেই জয়ের ভিত শক্ত করে মুম্বাই। পরবর্তীতে ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ ও কার্ন শর্মার দারুণ বোলিংয়ে ১০০ রানের বড় ব্যবধানে জিতে যায় পাঁচবারের শিরোপাজয়ী দলটি।

promotional_ad

আইপিএলে এটি হার্দিকের দলের টানা ছয় নম্বর জয়। ১১ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল মুম্বাই। অপরদিকে ১১ ম্যাচে এটি রাজস্থানের আট নম্বর হার। পয়েন্ট তালিকায় আট নম্বরে রইল দলটি।


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১০ ঘন্টা আগে
বিসিসিআই

২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'র মধ্যে পাঁচ উইকেট হারায় রাজস্থান। প্রথম ওভারে দীপক চাহারের বলে মিড অনে ক্যাচ দিয়ে ফিরেন বৈভব সূর্যবংশি। আগের দিনের ৩৫ বলের সেঞ্চুরিয়ান এ দিন ফিরেন শূন্য রানে। দ্বিতীয় ওভারে ছয় বলে ১৩ রান করা ইয়াশভি জায়সাওয়ালকে বোল্ড করেন বোল্ট।


কিউই এই পেসারের পরের ওভারে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরে যান ১১ বলে ৯ রান করা নিতিশ রানা। পঞ্চম ওভারে টানা দুই বলে রায়ান পরাগ ও শিমরন হেটমায়ারকে ফেরান বুমরাহ। তার বাউন্সারে মিড উইকেটে ক্যাচ দেন আট বলে ১৬ রান করা পরাগ। তার পরের বলে পুল খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন হেটমায়ার।


promotional_ad



আরো পড়ুন

১১ ছক্কায় ৩৫ বলে সেঞ্চুরি, সূর্যবংশীর বিশ্ব রেকর্ডে রাজস্থানের জয়

২৯ এপ্রিল ২৫
বিসিসিআই

৪৭ রানে পাঁচ উইকেট হারানো দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষদিকে শুভম দুবের ৯ বলে ১৫ এবং জফরা আর্চারের ২৭ বলে ৩০ রানের ইনিংসে কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে রাজস্থান। ১৬.১ ওভারে ১১৭ রানে থামে দলটি।


এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ২১৭ রান তোলে মুম্বাই। ওপেনিং জুটিতে দলটি তোলে ৭১ বলে ১১৬ রান। ৩৮ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৬১ রান করে মাহিশ থিকশানার বলে বোল্ড হন রিকেলটন।


দলীয় ১২৩ রানে ফিরে যান রোহিতও। দারুণ ছন্দে থাকা রোহিত ৩৬ বলে নয়টি চারে ৫৩ রান করে ফিরে যান। পরাগের বলে লং অফে ক্যাচ তোলেন তিনি। এরপর অবিচ্ছিন্ন ৯৪ রানের জুটিতে ইনিংস শেষ করেন সূর্যকুমার ও হার্দিক।


সূর্যকুমারের ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কা এবং হার্দিকের ইনিংসে ছয়টি চার ও একটি ছক্কার মার ছিল। দুজনই খেলেন ২৩টি করে বল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball