পিএসএলে প্রতি ম্যাচে ভালো করার প্রত্যাশা নিয়ে দেশ ছাড়লেন নাহিদ

ছবি: বিমান বন্দরে কথা বলছেন নাহিদ রানা, ক্রিকফ্রেঞ্জি

পিএসএলে বাবর আজমের পেশাওয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন নাহিদ রানা। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে নেয় পেশাওয়ার।
রিশাদে মুগ্ধ মালিক, দিলেন নাহিদের যত্ন নেয়ার পরামর্শ
২৩ এপ্রিল ২৫
নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’

নাহিদ পাকিস্তানে যাওয়ার আগেই অবশ্য পাঁচ ম্যাচ খেলে ফেলেছে পেশাওয়ার। আসরে খুব একটা ভালো অবস্থানে নেই দলটি। তিন ম্যাচে হারের বিপরীতে দুটি জয় পেয়েছে দলটি। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে পেশাওয়ার।
হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের
২৭ এপ্রিল ২৫
এদিকে পিএসএলের এবারের আসরে আরো দুই বাংলাদেশি দল পেয়েছেন। তাদের মধ্যে রিশাদ হোসেন এখন পাকিস্তানে অবস্থান করছেন। ইতোমধ্যেই চারটি ম্যাচও খেলেছেন তিনি, নিয়েছেন আট উইকেট।
তবে লিটন দাস আসর শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন। আগামীকাল কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মাঠে নামবে পেশাওয়ার। সেই ম্যাচেই মাঠে নামতে পারেন নাহিদ রানা।