এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে

ছবি: কলকাতার জার্সিতে রাহানে

পাঞ্জাবকে ১১১ রানে আটকে দিয়ে বড় জয়ের স্বপ্ন দেখছিল কলকাতা। তবে রাহানের আউট দিয়ে শুরু হওয়া ব্যাটিং বিপর্যয়ের পর কলকাতা অল আউট হয়ে যায় মাত্র ৯৫ রানে। ১৬ রানে হাতের ম্যাচ হেরে যায় কলকাতা।
পুরোনো ৩ ক্রিকেটারের পরিকল্পনার কাছেই ধরাশায়ী হয়েছে চেন্নাই
১২ এপ্রিল ২৫
নিজের আউটের ব্যাখ্যা দিয়ে রাহানে বলেছেন, সে (আঙ্কৃশ) নিশ্চিত ছিল না। সে বলছিল, আম্পায়ার্স কল হতে পারে। আমিই ঝুঁকি নিতে চাইনি। নিজেও নিশ্চিত ছিলাম না। এটাই ছিল আমাদের আলোচনা। উইকেট খুব সহজ ছিল না (ব্যাটিংয়ের জন্য)। তবে ১১১ রান অবশ্যই তাড়া করা উচিত ছিল। আমরা খুবই বাজে ব্যাট করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে পুরো দায় আমরা নিচ্ছি। বোলাররা খুবই ভালো করেছে পাঞ্জাবের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে এই রানে আটকে রেখে।'

তিনি আরও যোগ করেন, 'আমরা যখন ব্যাট করছিলাম, সোজা ব্যাটে খেলা উচিত ছিল ব্যাটের মুখ পুরোপুরি প্রদর্শন করে। সুইপ খেলা এই উইকেটে কঠিন। তাই বলকে ব্যাটে আসতে দেওয়া উচিত ছিল। তাড়না দেখানো জরুরি ছিল অবশ্যই, তবে ক্রিকেটিং শট খেলেই। আমরা বেশ এলোমেলো ছিলাম, দায় আমাদেরই নিতে হবে।'
আইপিএল শেষ ম্যাক্সওয়েলের
৪৭ মিনিট আগে
যুবেন্দ্র চাহালের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ব্যাটে-বলের টাইমিং গড়বড় করে এলবিডব্লিউ হয়েছিলেন রাহানে। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বলের ইমপ্যাক্ট ছিল স্টাম্পের বাইরে। এই আউট নিয়ে তাই আক্ষেপ করতেই পারেন কলকাতার ভক্ত সমর্থকরা।
করতে পারেননি তিনি। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রাহানে রিভিউ না নিয়ে চলে যান মাঠ ছেড়ে। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বলের ‘ইম্প্যাক্ট’ ছিল অফ স্টাম্পের বাইরে।
কলকাতাকে হারিয়ে আইপিএলে সবচেয়ে কম রান নিয়ে জয়ের রেকর্ড গড়েছে পাঞ্জাব। এমন হারের ব্যাখ্যা নেই রাহানের কাছে। অনেক হতাশা নিয়ে তিনি বলেছেন, 'ব্যাখ্যা করার কিছু পাচ্ছি না। সবাই দেখেছি, মাঠে কী হয়েছে। খুবই হতাশ আমার প্রচেষ্টায়। দায় নিজে নিচ্ছি, অধিনায়ক হয়েও ভুল শট খেলেছি, যদিও বল লাগত না (স্টাম্পে)। তবে সেখান থেকেই শুরু হয়েছে (ধস), দোষ তাই আমারই।'