২২২ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ম্যাচ জিততে ১৯ রান লাগত মুম্বাইয়ের। সেই ওভারে মাত্র ছয় রান দেন ক্রুনাল, নেন তিনটি উইকেট। মিচেল সান্টনার, দীপক চাহার এবং নামান ধীরকে ফিরিয়ে বেঙ্গালুরুর ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচে ১৮ বলে ২২ রান করা উইল জ্যাকসের উইকেটও নেন ক্রুনাল। সবমিলিয়ে তার বোলিং ফিগার ছিল ৪৫ রান খরচায় চার উইকেট। আগের ইনিংসে ব্যাট করার প্রয়োজন হয়নি তার।
ম্যাচে উজ্জল পারফরম্যান্স ছিল হার্দিকেরও। বল হাতে ৪৫ রান খরচায় দুই উইকেট নেন মুম্বাইয়ের অধিনায়ক। ব্যাট হাতে করেন ১৫ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৪২ রান। তার পারফরম্যান্সও ভালো লেগেছে ক্রুনালের কাছে।
ম্যাচ শেষে ক্রুনাল বলেন, 'আমরা সকলেই জানি যে এই লড়াইয়ে যেকোনো এক 'পান্ডিয়া' জিতত। আমাদের মধ্যেকার ভালোবাসাটা খুবই স্বাভাবিক। ও (হার্দিক) খুবই দারুণ ব্যাটিং করেছে এবং আমরা ওর জন্য সত্যি বলতে খানিকটা খারাপও লাগছে। তবে দিনের শেষে আমরা ম্যাচ জিতেছি এবং সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।'
'আমি যখন বল করতে আসলাম তখন সান্টনার ব্যাট করছিল এবং ওর লেগ সাইডটা ছোট ছিল। বিগত ১০ বছরে এখানে যে পরিমাণ ম্যাচ আমি খেলেছি, সেই অভিজ্ঞতাটা কোনো না কোনো সময় তো কাজে আসত। বোলার হিসাবে অনেক সময়ই অনেকে দায়িত্ব নিতে চায় এবং সেক্ষেত্রে নিজের ১০০ শতাংশ দেওয়াটা জরুরি। তাতে পারফর্ম করতেও সুবিধা হয়।'