পাওয়ার প্লে'তে রান তুলতে পারিনি, ফিল্ডিংও খারাপ হয়েছে: রুতুরাজ

ফ্র্যাঞ্চাইজি লিগ
পাওয়ার প্লে'তে রান তুলতে পারিনি, ফিল্ডিংও খারাপ হয়েছে: রুতুরাজ
বাজে ফিল্ডিংয়ের কারণে হারতে হয়েছে বলে মনে করেন রুতুরাজ গায়কোয়াড়, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ঘরের মাঠে ১৭ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরেছে চেন্নাই সুপার কিংস। রজত পাতিদার-বিরাট কোহলিদের দলের বিপক্ষে ৫০ রানে হেরেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ম্যাচ শেষে পাওয়ার প্লে'তে রান না তোলার কারণেই এমন হার বলে জানিয়েছেন রুতুরাজ। এ ছাড়া ফিল্ডিং ব্যর্থতার দায়ও স্বীকার করে নিয়েছেন তিনি।

রুতুরাজের মতে, চেন্নাইয়ের উইকেট বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিতে ভিন্ন আচরণ করছিল। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই বল উইকেটে থেমে থেমে আসছিল। যার কারণে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'তে মাত্র ৩০ রান তোলে চেন্নাই।

হারায় তিনটি উইকেট। দ্রুত রান তুলতে গিয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহুল ত্রিপাঠি, রুতুরাজ এবং দীপক হুডা। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত আট উইকেটে ১৪৬ রান করে চেন্নাই।

ম্যাচ হারের কারণে জানিয়ে রুতুরাজ বলেন, 'উইকেট মন্থর ছিল। বল পড়ে থামছিল। এই ধরনের উইকেটে রান করতে হলে পাওয়ার প্লে ব্যবহার করতে হয়। আমরাও সেটার চেষ্টা করেছিলাম। কিন্তু প্রথম পাঁচ ওভারেই বল থামছিল। কেন জানি না এমনটা হল। চেন্নাইয়ের এই উইকেটে ব্যাট করা সত্যিই খুব কঠিন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আরও কঠিন হয়ে গেল। রাহুল আর আমি নিজেদের পছন্দের শটই খেলেছি। কিন্তু পিচের জন্য ব্যাটে-বলে হয়নি।'

ম্যাচে ফিল্ডিংও ভালো করেনি চেন্নাই। বেঙ্গালুরুর হয়ে ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন রজত। তার তিনটি ক্যাচ ছেড়েছে চেন্নাই। দলের ফিল্ডারদের আরও ভালো পারফরম্যান্সের বার্তা দেন অধিনায়ক।

রুতুরাজ আরও বলেন, 'গুরুত্বপূর্ণ সময়ে আমরা ক্যাচ ছেড়েছি। খারাপ ফিল্ডিং করেছি। তার ফলে বেঙ্গালুরুর ব্যাটারদের চাপে রাখতে পারিনি। খারাপ ফিল্ডিংয়ের কারণেই হারতে হল। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এ রকম ভাবে ক্যাচ ছাড়লে পরেও সমস্যায় পড়ব।'
 

আরো পড়ুন: রুতুরাজ গায়কোয়াড়