পিএসএলের হাত ধরে শোয়েব আখতারের কাছে শিখতে চান নাহিদ

ছবি: শোয়েব আখতারের দেশে পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা

ধারাবাহিক পারফরম্যান্সে ফল হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিনি। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। বাংলাদেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পাচ্ছেন নাহিদ। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম।
জীবনের অনেক কিছু বদলে দিতে পারে, পিএসএলে দল পেয়ে নাহিদ
১৬ জানুয়ারি ২৫
পেশাওয়ারে নাহিদ সতীর্থ হিসেবে পাচ্ছেন সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, কর্বিন বশ এবং নাজিবউল্লাহ জাদরানকে। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে খুশি নাহিদ। রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’
বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চে পিএসএল হলেও এবার সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময়টাতে। মূলত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে সূচিতে পরিবর্তন আনতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। নতুন সূচিতে চলতি বছরের ৮ এপ্রিল মাঠে গড়াবে পিএসএল। যার ফাইনাল হবে ১৯ মে। অর্থাৎ পিএসএল শুরু হতে মাত্র মাস তিনেকের মতো বাকি।

যদিও এখনই এসব নিয়ে ভাবতে চান না নাহিদ। রংপুরের হয়ে বিপিএল খেলতে থাকা ডানহাতি পেসারের ভাবনায় আপাতত বাংলাদেশের লিগ। নাহিদ বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’
গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ
১৮ জানুয়ারি ২৫
গতির জন্য বিশ্ব জুড়ে জনপ্রিয় শোয়েব আখতার। ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা আছে পাকিস্তানের সাবেক পেসারের কাছেই। পিএসএল খেলতে পাকিস্তানে গেলে শোয়েবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে নাহিদের। পাকিস্তানের কিংবদন্তি পেসারের সঙ্গে দেখা গেলে শিখতে চান তিনি।
নাহিদ বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’ শোয়েবের রেকর্ড ভাঙতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’