উদয় কাউলের সঙ্গী আফিফ

ছবি:

বিকেএসপিতে খেলাঘরের বিপক্ষে ব্যাট করছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসে হেরে পরে ব্যাট করা শাইনপুকুরের দুই ওপেনার সাব্বির ও সাদমান মাঝারি মানের ইনিংস সাজঘরে ফিরে যায়।
তবে তিন নম্বরে নামা ভারতীয় উদয় কাউলের ফিফটি শাইন পুকুরকে সঠিক পথে ফেরায়। মিডেল ওভারে যুব বিশ্বকাপে সেঞ্চুরি করা তৌহিদ হৃদয়ের সঙ্গ পান তিনি।
তবে এক প্রান্ত ধরে রেখে খেলে গেছে উদয়। বলের সাথে পাল্লা দিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যান তিনি। ২৬তম ওভারে তৌহিদের আউট হওয়ার পর আফিফকে নিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন উদয়।

এখন পর্যন্ত ৪২ ওভারের খেলা হয়েছে। আফিফ ৪১ বলে ৪২ ও উদয় ৯৯ রানে অপরাজিত আছেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ
সাদমান ইসলাম, সাব্বির হোসেন, উদয় কাউল, আফিফ হোসেন, তৌহিদ রিদয়, মোহাম্মদ সাইফুদ্দিন, রায়হান উদ্দিন, সুজন হাওলাদার, শুভাগত হোম (অধিনায়ক), নাইম ইসলাম জুনিয়র, মিনহাজ খান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি টিমঃ
নাফিজ ইকবাল (অধিনায়ক), নাজিমুদ্দিন, মইনুল ইসলাম, অমিত মজুমদার, রবিউল ইসলাম রবি, মোহাম্মদ সাদ্দাম, মাহিদুল ইসলাম অংকন, রাফসান আল মাহমুদ, হাসান মাহমুদ, তানবির ইসলাম, আল মিনারিয়া।