উত্তরাঞ্চলের রানের পাহাড়ের জবাব দিচ্ছে দক্ষিণাঞ্চল

ঘরোয়া
উত্তরাঞ্চলের রানের পাহাড়ের জবাব দিচ্ছে দক্ষিণাঞ্চল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) খেলায়  আগের দিনই ওপেনার মিজানুর রহমানের সেঞ্চুরিতে বড় রানের আভাস দিয়েছিলো উত্তরাঞ্চল। তবে মিজানুর সেঞ্চুরি করে ফিরে গেলেও উইকেটে ৮৪ রানে অপরাজিত ছিলেন জুনায়েদ সিদ্দিকী। 

সোমবার সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি তিনি। আগের দিনের নয়টি চার এবং দুটি ছয়ের সাথে আজ আবারো চারটি চার যোগ করে ১৩৭ রান করে দক্ষিণাঞ্চলের পেসার কামরুল ইসলাম রাব্বির শিকার হয়ে ফিরে গেছেন তিনি।

এদিনে দলের উইকেটরক্ষক ধীমান ঘোষ করেছেন ৬৬ রান। আর দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে ৪০৮ রানের বড় সংগ্রহ পেয়েছে উত্তরাঞ্চল। আগের দিনের তিনটি উইকেটের সাথে আজও তিনটি উইকেট যোগ করেছেন আব্দুর রাজ্জাক।

দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে কামরুল ইসলাম রাব্বি পেয়েছেন তিনটি উইকেট। বাকী উইকেটটি পেয়েছেন আল আমিন হোসেন। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা।

১৪ রান করেই শরিফুল ইসলামের বলে জুনায়েদ সিদ্দিকীর মুঠোয় বন্দী হয়ে ফিরে গেছেন শাহরিয়ার নাফিস। ২৯ রান করে আরিফুল হকের বলে ফিরে গেছেন জাতীয় দল থেকে বাদ পরা টাইগার ওপেনার সৌম্য সরকারও।

দিনশেষে এই দুই উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ১২৫ রান। তবে দক্ষিণাঞ্চলের জন্য আশার খবর, উইকেটে আছেন ইনফর্ম তুষার ইমরান(২৩*)। সাথে সাতটি চার এবং তিনটি ছয়ে ৬৩ বলে ৫৮ করে উইকেটে আছেন ইমরুল কায়েস। 

আরো পড়ুন: this topic