সেঞ্চুরির দ্বারপ্রান্তে মমিনুল

ঘরোয়া
সেঞ্চুরির দ্বারপ্রান্তে মমিনুল
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

ষষ্ঠ বাংলাদেশ  ক্রিকেট লীগের (বিসিএল) আসরে আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। আর বিসিএলে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই দারুণ একটি অর্ধশতক হাঁকিয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল হক।

এবার চলতি টুর্নামেন্টে নিজের প্রথম শতকের অপেক্ষায় আছেন তিনি।  শেষ খবর পাওয়া পর্যন্ত ৮২ রান নিয়ে ক্রিজে ব্যাটিং করছেন মিমি।  আর তাঁর দলের সংগ্রহ ৪৭ ওভার শেষে ৪ উইকেটে ১৮৪ রান।

এর আগে বিকেএসপির চার নম্বর মাঠে  সকাল ৯ টা ৫০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্বাঞ্চলের অধিনায়ক মমিনুল হক। এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লিটন দাস ও ইমতিয়াজ হোসেনের ব্যাটে ভালো সূচনা করলেও দলীয় ৪৭ রানের মাথায় লিটনকে বোল্ড করে প্রথম ব্রেক থ্রু এনে দেন সৌম্য সরকার।

গত দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তিন ম্যাচে মাত্র ১৪.৩ গড়ে ৪৩ রান করেছিলেন তিনি।  এবার আবারো ব্যর্থতার পরিচয় দিলেন তিনি। 

লিটন ফিরে গেলে ৩৩ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মমিনুল এবং ওপেনার ইমতিয়াজ। তবে ৮০ রানের সময় ইমতিয়াজকে (৩৩) বোল্ড করে সাজঘরে পাঠান সাকলাইন সজীব। পরবর্তীতে মমিনুলের সাথে ক্রিজে যোগ দেন ইয়াসির আলী। অধিনায়ককে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তিনি। জুটি গড়েছিলেন  ৭৫ রানের।

তবে বড় ইনিংসের আভাস দিয়েও শেষ পর্যন্ত ইনিংস বেশি লম্বা করতে পারেননি ইয়াসির। ৩৩ রান করে আব্দুর রাজ্জাকের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে।

সেসময় দলীয় রান ছিলো ১৫৫। ইয়াসির ফিরে গেলে মমিনুলের সাথে দলের হাল ধরতে ক্রিজে যোগ দেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। তবে তিনিও বেশীক্ষণ টিকতে পারেননি। মাত্র ১৩ রান করে মেহেদি হাসানের বলে ফিরে যেতে হয়েছে তাঁকে। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমেছেন অলোক কাপালি। 

উল্লেখ্য আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ডাক না পাওয়া জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলছেন বিসিএলে। কয়েকদিন আগে ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে ১৬ জন ক্রিকেটারকে বাছাই করেছেন নির্বাচকেরা।

আরো পড়ুন: this topic