দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও শাহরিয়ার কমল আউট হন শূন্য রানে। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন মোহাম্মদ মিঠুন ও জিসান। দুজনে গড়েন ৫৬ রানের জুটি। মিঠুন আউট ২২ বলে ১৮ রান করে। এরপর জিসান আউট হয়ে গেলে আবারও বিপর্যয়ে পড়ে আবাহনী।
এরপর মোসাদ্দেক হোসেন ১০ বলে ১২ ও মেহরব হোসেন ২৫ বলে ৩০ রান করে ফিরে যান। শেষদিকে শামসুল ইসলামের ১৮ বলে ২৫ ও মাহফুজুর রহমান রাব্বির অপরাজিত ১২ বলে ২০ রানের ক্যামিওতে ১৬ বল হাতে রেখেই জয় পায় আবাহনী। অগ্রণীর হয়ে দুটি করে উইকেট নেন তাইবুর রহমান ও রবিউল হক। একটি করে উইকেট পেয়েছেন নাইম হোসেন সাকিব ও শুভাগত হোম।
এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আবাহনী। এই ম্যাচে বৃষ্টি হানা দেয়ার আগে অগ্রণী করে ২৭ ওভার শেষে ৩ উইকেটে ১০৯ রান। এরপর চার ঘণ্টার বিরতিতে খেলা ফের শুরু হলে আবাহনীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৫৭ রান।
অগ্রণীর হয়ে ৫২ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক ইমরুল কায়েস। এ ছাড়া ওপেনার ইমরানুজ্জামান আউট হন ৪৯ বলে ২৯ রান করে। আবাহনীর হয়ে একটি করে উইকেট নেন রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মাহফুজুর রহমান রাব্বি।