আমি নই, শামীম ৩৬০ ডিগ্রি ব্যাটার: আলাউদ্দিন বাবু

ঘরোয়া
আমি নই, শামীম ৩৬০ ডিগ্রি ব্যাটার: আলাউদ্দিন বাবু
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে আলাউদ্দিন বাবু, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৩০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয় পেয়েছে সাব্বির রহমানের দল। তবে তাদের জয়টা খুব একটা সহজ ছিল না। দলটি যখন সপ্তম উইকেট হারিয়ে ফেলে তখনও তারা পিছিয়ে ৮৬ রানে।

এমন সময়ই ত্রাণ কর্তা রূপে হাজির হন আলাউদ্দিন বাবু। মোহর শেখকে নিয়ে মাত্র ৪৬ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পারটেক্সের জয় নিশ্চিত করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। দলকে জেতানোর পথে বাবু খেলেছেন ৩২ বলে অপরাজিত ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।

তার ইনিংস জুড়ে ছিল ৫টি চার ও ৭টি ছক্কা। এর মধ্যে সবচেয়ে বড় ঝড়টা গেছে হাসান মাহমুদের ওপর দিয়ে। ৪৪তম ওভারে বল করতে এসে এই পেসার তিনটি ছক্কা ও দুটি চার হজম করেন। সেই ওভার থেকেই আসে ২৮ রান। এমন ইনিংসের পর বাবু ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন তার আত্মবিশ্বাস ছিল দলকে জেতাতে পারবেন। 

নিজের আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, '৬ উইকেট পড়ার পর ম্যাচটি ৮০ শতাংশ ছিল প্রাইম ব্যাংকের হাতে। ২০ শতাংশ সুযোগ ছিল আমাদের হাতে। নিজের ওপর বিশ্বাস ছিল আমরা এই জায়গা থেকে আমরা ম্যাচ জিততে পারি। এমন ম্যাচ জিতিয়ে আত্মবিশ্বাস থাকা স্বাভাবিক। আশা করি সামনেও যেন এভাবে পারফর্ম করে ম্যাচ জেতাতে পারি। মাথার মধ্যে ছিল উইকেটে এসে সেট হবো। বিশ্বাস ছিল ভালো দুটি ওভার নিতে পারলে এক দুই ওভার আগে আমরা ম্যাচ শেষ করতে পারব যদি আমি শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারি।'

আগের ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮৩ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলে প্রাইম ব্যাংককে ৩ উইকেটের জয় এনে দিয়েছিলেন শামীম পাটোয়ার। পারটেক্সের বিপক্ষেও হেসেছে তার ব্যাট। খেলেছেন ৬০ বলে ৬৯ রানের ইনিংস। এ ছাড়া উইকেটের চারপাশে শট খেলার সক্ষমতার কারণে এরই মধ্যে ৩৬০ ডিগ্রি ব্যাটার হিসেবেও পরিচিতি পেয়েছেন শামীম। প্রাইম ব্যাংকের বিপক্ষে বাবুও উইকেটের চারপাশে শট খেলেছেন। তবে নিজে নয় বরং শামীমকে ৩৬০ ডিগ্রি ব্যাটার মনে করছেন বাবু।

শামীমের প্রশংসা করে তিনি বলেছেন, 'শামীম অসাধারণ ব্যাটসম্যান। এটা আপনাকে স্বীকার করতেই হবে। কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে এমন খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা উইকেটের চারপাশে শটস খেলতে পারে। সেটা পেস হোক, স্পিন হোক, রিভার্স সুইপ হোক, স্কুপ হোক যেটাই আপনি বলবেন সব শটই ভালো খেলে। ওই জায়গায় ওর ব্যাটিংটা আমি সবসময় উপভোগ করি। তাই ওর নামটা আগে বললাম। (হাসতে হাসতে) আমি থ্রি সিক্সটি ব্যাটার না, থ্রি সিক্সটি ব্যাটার শামীম পাটোয়ারি।'

আরো পড়ুন: আলাউদ্দিন বাবু