
সুপার লিগে মোহামেডানের হয়ে খেলবেন মুস্তাফিজ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দল বদল করতে টোকেন তুলে রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা হলেও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় কারও সঙ্গে চুক্তি করেননি বাঁহাতি এই পেসার। আইপিএলে যাওয়ার গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আলোচনা গড়ায়নি বেশিদূর। এমন অবস্থায় পিআরপি চিকিৎসা নিয়েছিলেন তিনি।