চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, থাকছে অত্যাধুনিক স্নাইপার

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানের, পিসিবি

তাই তাদের নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ১২ হাজারের বেশি পুলিশ। এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দেশি-বিদেশি ক্রিকেটার, কর্মকর্তা ও খেলা দেখতে আসা দর্শকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চায় পাকিস্তান।
রোহিত-গম্ভীরদের ৮১ কোটি টাকা বোনাস দিচ্ছে বিসিসিআই
২০ মার্চ ২৫
বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাবের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) উসমান আনোয়ার। লাহোরেই ৮ হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন। সঙ্গে থাকবে ১২জন সিনিয়র অফিসারও। এর বাইরে ৩৯জন ডিএসপি, ৮৬জন পরিদর্শক, ৭০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৬ হাজার ৬৭৩ জন কনস্টেবল এবং ১২৯ জন নারী পুলিশ থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায়।

রাওয়ালপিন্ডিতে ৫ হাজারের বেশি পুলিশ সদস্য থাকবে। সেখানে ৬ জন সিনিয়র অফিসারের সঙ্গে ১৫ জন ডিএসপি, ৫০ জন পরিদর্শক, ৫০০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ৪ হাজার কনস্টেবল এবং শতাধিক নারী পুলিশ সদস্য থাকবেন। নিরাপত্তার জন্য ডলফিন স্কোয়াড, পুলিশ রেসপন্স ইউনিট ও এলিট ফোর্সের দলগুলো টহল দেবে। সেখানে নিরাপত্তায় নিয়জিতদের হাতে থাকবে অত্যাধুনিক স্নাইপারও।
ছিটকে গেলেন লাথাম, বদলি অধিনায়ক ব্রেসওয়েল
২৭ মার্চ ২৫
এরই মধ্যে ক্রিকেটারদের হোটেল, যাতায়াতের পথ ও স্টেডিয়ামের আশপাশে সার্চ, সুইপ, কম্বিং ও গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে। ম্যাচ চলাকালীনওও স্টেডিয়ামের আশপাশ থেকে শুরু করে টিম হোটেল ও খেলোয়াড়দের যাতায়াতের রাস্তায় অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা লাগানো হয়েছে। যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি করবে পাঞ্জাব সেফ সিটি কর্তৃপক্ষ।