বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি বলে জানিয়েছেন গাভাস্কার। গ্রুপ পর্বে হংকং চায়নার বিপক্ষে জিততে বাংলাদেশকে ১৮ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে টাইগাররা। আর আফগানিস্তানের বিপক্ষেও জয় পেতে বেগ পেতে হয়েছে।
সুপার ফোরে বাংলাদেশের প্রতি প্রত্যাশা নিয়ে রোহান বলেন, 'ওরা ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। বাংলাদেশের এখন দেখাতে হবে আমরা কতটা ভালো দল। কারণ এখনও পর্যন্ত... ওদের প্রতিভা আছে, ওরা লিগ পর্যায়ে নিজেদের ক্ষমতার সেরাটা খেলতে পারেনি, কিন্তু এখন ওদের একটা সুযোগ আছে।'
রোহান মনে করেন বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। এখন নিজেদের সেরাটা বের করে আনা উচিত। তিনি বলেন, 'যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যায় আর সবাই আপনাকে একরকম বাতিল করে দেয়, তখনই সেটা আপনার সেরাটা বের করে আনতে সাহায্য করে। আর আশা করি, আমরা একটা সত্যিই, সত্যিই প্রতিযোগিতামূলক বাংলাদেশ দল দেখতে পাব।'
বাংলাদেশ দলের ব্যাটারদের মধ্যে কেউই ভালো ছন্দে নেই। ভারতের আরেক ক্রিকেটার মুরালি কার্তিক মনে করেন বাংলাদেশ যেহেতু পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে তাই নতুন করে শুরু করতে হবে টাইগারদের। তিন ম্যাচে দুটিতে জিতে গ্রুপ পর্বে পার করার পর এখন বাংলাদেশের আরও ভালো করার দিকে তাকিয়ে তিনি।
কার্তিক বলেন, 'বাংলাদেশ ঘুরে বলতে পারে আমরা শ্রীলঙ্কার কাছে একটা ম্যাচ হেরেছি। আমরা আমাদের সেরা ফর্মে ছিলাম না, কিন্তু যে ম্যাচটা আমাদের জিততে হতো, যেটা আফগানিস্তানের বিরুদ্ধে ছিল, টুর্নামেন্টে টিকে থাকার জন্য, সেটা আমরা করেছি। আর আমরা... আমরা তিনটের মধ্যে দুটো জিতেছি আর এখান থেকে আমরা আরও ভালো করতে পারি।'